@mdalby16: আজ বৃহস্পতিবার রাত, এই রাতে একশ্রেণীর প্রেমিক প্রেমিকরা নয়-কে ছয় বানিয়ে প্রিয়জনকে ঠকিয়ে ভিন্ন মানুষের বুকে হারিয়ে যায়। তোমায় ফুলের মতো বুক পকেটে বাঁজে রাখব বলা প্রেমিকটা প্রেমিকা নামের ফুলকে পায়ে পিষে ভা-ঙাচুরা হ্নদয়ের উপর দিয়ে সোজাসাপ্টা হেঁটে চলে যায়। আমি তোমার চোখের কোনে একচিমটি জল আসতে দিবো না বলা প্রেমিকটা আজন্মকাল কাঁদার জন‍্য চোখের নিচে ড্রেন করে দিয়ে অন‍্য সমুদ্রে গাঁ ভাসায়। বৃহস্পতিবার রাতে একদল মানুষের বিশ্বাসের ঘর প্রতারণার আগুনে পুড়ে ছাই হয়, অন‍্য আরেকদল মানুষ সেই ঘর পোড়া আগুনের তাপে আগুন পোহায়। জান বলে ডাকা মানুষটা মূহুর্ত হয়ে উঠে জা- নোয়ার কলিজায় রাখা মানুষটা কলিজার এফোঁড়ওফোঁড় ছিদ্র করে দেয় টুকরো টুকরো কথার আঘাতে। এমন একটি বৃহস্পতিবার রাতে আমি কু কু র হয়ে বসে ছিলাম তোমার পায়ের কাছে, থেকে যাও প্লিজ, তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হবে। তোমার পাশে অন‍্য মানুষের ছাঁয়া আমি সহ‍্য করতে পারবো না। আমার সমস্ত আবেগের মুখে থুথু ছিটিয়ে তুমি পরপুরুষের হাতে নিজেকে তুলে দিতে বসেছিলে বিয়ের পিরিতে, নতুন মানুষের বুকের হারানোর ফ‍্যান্টাসি নিয়ে তুমি যখন গায়ে কাঁচা হলুদ আর লাল বেনারসি জড়িয়ে আনন্দে হাসছিলে সেই সময় একটা যুবক দূর থেকে দাঁড়িয়ে নিজের মানুষকে আয়োজন করে অন‍্য মানুষের বুকে হারাতে দেখে চোখ ভর্তি জল নিতে আবেগে থরথর করে কেঁপেছিলো। পৃথিবীর অসংখ্য প্রেমিকারা পুরোনো অপদার্থ প্রেমিকরে মনে রেখে স্বামীর জন‍্য আখিঁতে কাজল টানে এই বৃহস্পতিবার রাতে, হাজার হাজার প্রেমিকা পরিবারের মুখের দিকে তাকিয়ে নিজের প্রিয় মুখকে মনের দেয়াল হতে চোখের জলে মুছে ফেলার পায়তারা করে এই বৃহস্পতিবার রাতে। #foryoupage #foryou #plzsupport #fybシviral #ইনশাআল্লাহ_যাবে_foryou_তে। #ফোরইউতে_দেখতে_চাই

আবু বকর আলবী
আবু বকর আলবী
Open In TikTok:
Region: BD
Thursday 15 May 2025 16:54:46 GMT
227
80
4
0

Music

Download

Comments

esrat.jahan.ema93
Esmutara jui :
😥😥😥
2025-06-26 21:17:17
0
smsmclub
dragon :
follow back 😇😇
2025-05-15 17:47:14
1
To see more videos from user @mdalby16, please go to the Tikwm homepage.

Other Videos


About