X BD MAHIN :
আমি তোমার ভাবনায় ওইদিন ঠিকই আসবো,যখন তোমাকে কেউ বলবে,তোমাকে সব থেকে ভালো কে বেসেছে। ওই সময় তোমার কাছে অনেক মনে হবে,অনেক চেহারা বাসবে,কিন্তু তোমার মন আমার নাম ভাববে।যে কেউ মনে হয় তোমাকে এত ভালোবাসা দিয়ে কখনো চায়নি,যেভাবে আমি চাইছি।আমি তোমাকে কোনো শর্ত ছাড়াই চেয়েছি,কোনো উদ্দেশ্য ছাড়াই। যখন তোমার মন খারাপ থাকতে,তখন আমি নিজেকে ভুলে যেতাম, শুধু তোমাকে হাসানোর জন্য। মনে হয় তোমার তখন কিছুটা অনুভব হয়েছে, যে ভালোবাসা শুধু সাথে থাকা না,দূরে থেকে অপেক্ষা করাও।আমি সব সময় নিজেকে কষ্ট দিয়েছি,শুধুই তোমাকে পাওয়ার জন্য,আর তুমি সব সময় আমাকে নিরাশ করেছো।একদিন তুমি ঠিক ভাবতে, যা সবচেয়ে সত্য ছিলো,সে সবচেয়ে দূরে কেন চলে গেল। আর তখন অনেক দেরি হয়ে যাবে, আর তোমার মন বলবে, যদি তখন তাকে আমি বুঝতে পারতাম।ওইদিন তোমার হাসি অপূর্ণ মনে হবে,কারণ ওই হানো ছেলেটা তোমার জীবনে থাকবে না।তুমি ভিরের বিতরেও একলা অনুভব করবে।কারণ আমি যে খালি জায়গাটা,অন্য কেউ পূর্ণ করতে পারবে না। 😅😅
2025-06-17 09:16:47