@sheikh_hasina_agent_71: আজ ঐতিহাসিক ১৭ই মে ১৯৮১ সালের এই দিনে সারা বাংলার গন মানুষের পথপ্রদর্শক, মানবতার মানসকন্যা, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের সুযোগ্য তনয়া, ডিজিটাল বাংলার রুপকার জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। শত বাধা ও মৃত্যুর হুমকি নিয়েও তিনি ফিরেছিলেন অবিভক্ত বাংলাদেশের হাল ধরতে। তিনি ফিরেছিলেন তার পিতার সপ্নের সোনার বাংলা বিনির্মানের অঙ্গীকার নিয়ে। আজ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সাময়িক অনুপস্থিতিতে থমকে গিয়েছে সমগ্র বাংলাদেশ।জননেত্রীর সাময়িক অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষ আজ দিশেহারা।আজ তিনি নেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অস্তিত্ব হুমকির মুখে। তিনি আবারো ফিরবেন বাংলার জনগণের মুখে হাসি ফুটাতে।তিনি ফিরবেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অস্তিত্ব রক্ষা করতে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই সমগ্র পৃথিবীকে জানান দিয়ে আবারো এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হবে সমগ্র জাতি। শেখ হাসিনা আসবেই💪 বাংলাদেশ হাসবেই ❤️🇧🇩 .. #bangladeshstudentleague #onceagainsheikhhasina🤍👑 #MonthOfIndependence #SheikhHasinaComeBack #চট্টলমিত্র_ইঞ্জিনিয়ার_মোশাররফ_হোসেন🇧🇩🛶 #bslmrs #BangladeshNeedHasina✅