বিষাক্ত মায়া :
আবার জন্ম নেই বলেই, এই জীবনে তোমাকে পাওয়ার এত তীব্র আকাঙ্ক্ষা ছিলো আমার। সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে তীব্র দুঃখ দিয়ে,,। আমিতো দুঃখ চাইনি,। এক সমুদ্র আশা আর ভালোবাসা নিয়ে চেয়েছি তোমাকে,,। তবে কেনো দুঃখ আমাকে আলিঙ্গন করে নিলো,,। আর কত দুঃখের পর সুখের দেখা পাবো,,? আর কতো দুঃখ দেয়ার পর ক্লান্ত হবে দুঃখ রা হয়ে যাবে,,। ভালো থাকার কি অভিনয় টাই না করে যাচ্ছি,,। কেউ বুঝে না, যেমনটা তুমি করেছিলে বুঝিনি আমিও,,,।আমার জীবনে যত না পাওয়ার আক্ষেপ,, তা বোধহয় তোমাকে ঘীরেই,,। তোমাকে পাওয়া একটি মাত্র চাহিবার বিপরীতে - আমি পেয়েছি তীব্র আকাঙ্ক্ষা, আক্ষেপ,,। যন্ত্রণার অগনিত বিষাক্ত অন্ধকার কালো রাত,,,,,,,,,,,,,,,,,,!!!😔🥹😭😭😭😭😭
2025-05-18 20:15:48