@r_e_a_l_s_t_o_r_y: তোমার অভাব। আমি কোনদিনও পূরণ করতে পারবো না। তোমাকে ভুলতে তো কখনোই পারবো না। কাউকে তোমার জায়গা দিতে পারবো না, তুমি আমার আত্মার একটা অংশ, তোমাকে আমি কিভাবে ভুলে যেতে পারি বলো? এই স্বার্থপর দুনিয়াতে তুমি আমার না হলেও, তুমি আমায় ভালো না বাসলেও আমি তো তোমাকে ভালোবাসি। দেহে আত্মা না থাকলে যেমন দেহটা আর চলে না, ঠিক তেমনি ভাবে আমার অন্তরে তুমি যত দিন থাকবে আমি ততদিন জীবিত, যেদিন খোঁজ পাবে এই দেহে আত্মা টা আর নেই সেদিন বুঝে নিও আমি তোমাকে ভুলে গেছি!! #caption #video #foryou#viral #fyppppppppppppppppppppppp

অপূর্ণতা🥀
অপূর্ণতা🥀
Open In TikTok:
Region: BD
Sunday 18 May 2025 06:02:23 GMT
41541
3103
211
231

Music

Download

Comments

ibnatroja02
It's me_ ArU :
তুমি চলে যাওয়ার পর তোমার শূন্যতা আমাকে যতটুকু ব্যথা দিয়েছে! তুমি তার সুই পরিমাণ জানতে তাহলে হয়তো কখনো এভাবে আমাকে ছেড়ে চলে যেতে না! ভালোবাসে দুঃখই যখন দেবে তাহলে কেন সুখের আশ্বাস দিলে..? মানুষ তো বাঁচেই একটু খানি সুখের আশায়। আমি আগে যেমনটা ছিলাম, খুব ভালোই ছিলাম।কে বলেছিল শীতের শিশির হয়ে এসে হেমন্তের সকাল হয়ে মিলিয়ে যেতে.? প্রিয় মানুষ হারানো অপেক্ষা খুব যন্ত্রণা দেয় জানো তো...? এই হারানোর ক্ষমতা চিরকাল কোথাও না কোথাও থেকে যায়। নিজেকে বারবার হারাতে হয়, আমি বহুবার বহুদিন হারিয়ে গিয়েছি, তোমার ফেলে যাওয়া স্মৃতির ভিতরে, কিন্তু কখনো তোমার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারিনি হয়তো এভাবেই তুমি আমার সাথে থেকে যাবে চির জীবন থেকে যাবে তোমার স্মৃতি, থেকে যাবে ভিন্ন কোনো রূপে ভিন্ন কোনো শহরে প্রিয়............ 😅
2025-05-22 03:08:56
11
hite_cat1234
❤️‍🩹👀 Tattoo RIYAZ 👀❤️‍🩹 :
চোখে ঘুম আসে না। রাতের নিরবতা যখন চারপাশে ছড়িয়ে পড়ে, তখন তার মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। সেই চেনা হাসিটা, সেই শান্ত দৃষ্টিটা... সবকিছু এত স্পষ্ট মনে পড়ে, যেন এখনো ঠিক পাশে বসে আছে। অথচ জানি, সে নেই। বাস্তবতা কতটা নির্মম হতে পারে, সেটা প্রতিটা নিঃশ্বাসে টের পাই। সে চলে গেছে, কিন্তু তার স্মৃতিগুলো থেকে যায় - নিঃশ্বাসের মতো, অস্তিত্বের মতো। কিছু মানুষ শরীর নিয়ে আসে, আর কিছু মানুষ থেকে যায় আত্মায়। সে দ্বিতীয়জন। আজও তার চলে যাওয়া মেনে নিতে পারি না। কত কথা বাকি ছিল, কত অনুভূতি বলা হয়নি, কত স্বপ্ন আমরা একসাথে দেখেছিলাম - সব যেন এখন কেবল স্মৃতির খাতায় ধুলো জমে পড়ে আছে। নিজেকে বোঝাতে চাই, "ভুলে যাও, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে।" কিন্তু সত্যি বলতে, কিছু স্মৃতি কখনোই ফিকে হয় না। কিছু অনুভূতি এমনভাবে মনের গহীনে গেঁথে থাকে, যেগুলো কখনোই মুছে ফেলা যায় না। তার অনুপস্থিতিটাই এখন সবচেয়ে বেশি উপস্থিত। প্রতিটি রাত, প্রতিটি নীরব মুহূর্তে সে ফিরে আসে-কখনো চোখের জলে, কখনো এক চুপচাপ দীর্ঘশ্বাসে। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। সে নেই, তবু তার জন্য হৃদয়ে যে জায়গাটা ছিল, সেটা আজও খালি নেই। কারণ স্মৃতিরা কখনো খালি ফেলে রাখে না। তারা জড়িয়ে থাকে, রয়ে যায়... আর আমরা শুধু রাত জেগে অপেক্ষা করি -একটা অপ্রকাশিত ভালোবাসার গল্পের পরিণতির আশায়, যেটা হয়তো কোনোদিনই লেখা হবে না।💔😌
2025-05-20 15:32:49
30
tusharimran165
Tushar Imran :
পুরুষকে বেঈমান বলার আগে একবার ভাবো..যে পুরুষ হাজারটা ব্যথা সহ্য করে, বুকের ভেতর আগুন জ্বললেও মুখে হাসি রাখে,চোখের কোনে জল জমলেও তা গিলে ফেলে শুধু সমাজ না হাসুক, প্রিয়জন যেন না কাঁদে!সে হাউমাউ করে কাঁদে না, কারণ কাঁদতে নেই তাকে।তার কান্না লুকিয়ে রাখা এক অভ্যেস, তার যন্ত্রণা গোপন রাখা এক দায়িত্ব।তাই একজন পুরুষের নীরবতাকে দুর্বলতা ভেবো না ওটাই তার সবচেয়ে বড় শক্তি। আর সেই শক্তিকে বেঈমান বলার আগে,একবার অন্তত তার নীরব যুদ্ধগুলো বোঝার চেষ্টা করো.!🖤
2025-05-22 07:20:15
1
obito..uchiha..ep
🫀 ☄**Bro𝓀e𝓃 ⛱He𝓪𝐫𝐭**☄🫀 :
"আমি তোমার ভাবনায় ওইদিন ঠিকই, আসবো,যখন তোমাকে কেউ বলবে,তোমাকে সব থেকে ভালো কে বেসেছে। ওই সময় তোমার কাছে অনেক মনে হবে,অনেক চেহারা বাসবে,কিন্তু তোমার মন আমার নাম ভাববে।যে কেউ মনে হয় তোমাকে এত ভালোবাসা দিয়ে কখনো চায়নি,যেভাবে আমি চাইছি।আমি তোমাকে কোনো শর্ত ছাড়াই চেয়েছি,কোনো উদ্দেশ্য ছাড়াই। যখন তোমার মন খারাপ থাকতে,তখন আমি নিজেকে ভুলে যেতাম, শুধু তোমাকে হাসানোর জন্য। মনে হয় তোমার তখন কিছুটা অনুভব হয়েছে, যে ভালোবাসা শুধু সাথে থাকা না,দূরে থেকে অপেক্ষা করাও।আমি সব সময় নিজেকে কষ্ট দিয়েছি,শুধুই তোমাকে পাওয়ার জন্য,আর তুমি সব সময় আমাকে নিরাশ করেছো।একদিন তুমি ঠিক ভাবতে, যা সবচেয়ে সত্য ছিলো,সে সবচেয়ে দূরে কেন চলে গেল। আর তখন অনেক দেরি হয়ে যাবে, আর তোমার মন বলবে, যদি তখন তাকে আমি বুঝতে পারতাম।ওইদিন তোমার হাসি অপূর্ণ মনে হবে,কারণ ওই হানো ছেলেটা তোমার জীবনে থাকবে না।তুমি ভিরের বিতরেও একলা অনুভব করবে।কারণ আমি যে খালি জায়গাটা,অন্য কেউ পূর্ণ করতে পারবে না...!!😊❤️‍🩹🥀
2025-05-20 05:37:44
9
anowarahmed45
💥Anowar Ahmed Babu💥 :
তুমি জানো? আজও যদি হঠাৎ একটিবার দেখতে পেতাম তোমায়, চুপ করে তাকিয়ে থাকতাম— না, কিছু বলতাম না… শুধু মনের গভীরে জমে থাকা সব কথাগুলো চোখ দিয়েই বলে দিতাম। তুমি সেই মানুষ— যে কখনো পুরোটা আমার ছিল না, তবুও আমার সমস্তটা তুমি নিয়েই নিয়েছিলে। রাস্তা ঘেঁটে গেলে আজও খুঁজি তোমার মতো মুখ, ভিড়ের ভেতরেও চোখ খোঁজে একটুখানি চেনা হাসি— যেটা একসময় শুধু আমার ছিল ভেবেছিলাম। তোমার ছায়াও যদি আজ সামনে থাকত, তবুও বুকের হাহাকারে হয়তো একটু শান্তি হতো। ভালোবাসা? হয়তো এখনো করি, হয়তো চিন্তারও করব না— তুমি ভুলে গেলে, আমি তো ভুলিনি… তোমার নামটা এখনো আমার নামের নিঃশব্দ যন্ত্রণায় জড়িয়ে আছে। তুমি ফিরবে না, আমি জানি… তবুও প্রতিটি সন্ধ্যায় মন বলে— হয়তো এবার, এবার তুমি ফিরে আসবে, ভীষণ মনে পড়ছে তোমায় আজ, 😅💚 .....লেখক......
2025-05-21 15:24:44
7
brokenha14
انا وحيد🥀🙃 :
তারপর একদিন তুমিও অন্য কারো জন্য আমাকে ভুলে যাবে... হয়তো খুব সহজেই। হয়তো একটুও না ভেবে। যেমন করে পুরোনো ডায়েরির পাতায় পড়ে থাকা নামহীন কারো গল্প মানুষ ভুলে যায়... তুমি হয়তো হাসবে কারো অন্য কারো পাশে দাঁড়িয়ে, অন্য কারো হাত ধরে হাঁটবে সেই পথগুলো দিয়ে, যেখানে কোনোদিন আমি আর তোমার ছায়া পড়বে না। আমি হয়তো তখন নিজেকে বুঝাবো, সবই সময়ের খেলা। তবুও রাতের বেলা একা বিছানায় শুয়ে তোমার কথাগুলো ভেতরটা ছিঁড়ে দেবে, স্মৃতির যন্ত্রণা কাঁটার মতো বিঁধবে। হয়তো তুমি নতুন কারো চোখে নিজের স্বপ্ন খুঁজবে, আর আমি তোমার পুরোনো ছবিতে তোমাকে খুঁজবো। ভালোবাসা থেকে শুধু অভ্যাস হয়ে যাবো আমি... আর তুমি... হয়তো আমার সবচেয়ে সুন্দর ভুল হয়ে থেকে যাবে। ভুলে যেও... ভুলে থাকো... কারণ আমি জানি, আমি তোমার গল্পের সেই পাতাটা, যেটা কোনোদিনই তুমি আর পড়বে না.!😊💔
2025-05-22 03:08:26
6
rokibulislamsujon3
((TIGER GROUP))Rocky :
কোথায় যেনো একটা লেখা পড়েচিলাম।লেখাটা এমন "তোমাকে একজন পেয়েছে মানে,আরেকজন কি বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে"। লেখাটা খুব ছোট, কিন্তু কথার গভীরতা পৃথিবী সমান বিশাল।কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে না পাওয়ার আক্ষেপ করে যাচ্ছে।অথচ অন্য কেউ কোনো আক্ষেপ ছাড়া,সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেলো।সে জানেও না সে যাকে নিজের করে পেলো,তাকে পেতে কেউ একজন কতশত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো।💔😅
2025-05-20 06:49:37
4
mssromjanali
*' ব্যর্থ নারী..&💔 :
জানো প্রিয় তোমারে দেখার জন্য আমার এই মনটা সবসময় ছটফট করে,, এইটা আমি বুঝাইতে পারবো না তোমারে,, খাঁচায় বন্দি পাখিরা যেমন ছটফট করে বাহিরে উড়াল দেওয়ার জন্য,, তেমনি আমার এই মনটা তোমাকে দেখার জন্য ছটফট করে,,তুমি কখনো বুঝতেও পারবেনা আমি তোমাকে কতটা ভালোবাসি,, তোমার কল্পনার চেয়েও আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আমি তোমার জন্য নিঃস্ব হয়ে যাব ফকির হয়ে যাব তাতেও আমার কোন কষ্ট হবে না, যদি আমি তোমাকে সব সময় আমার পাশে পাই __আমার আর কোন কিছুর দরকার নাই ,, আমি তোমারে অনেক ভালোবাসি তোমারে বুঝাইতে পারবো না,,!😅❤️‍🩹
2025-05-20 07:01:50
19
mahmrriulhasan
Big Bull :
তোমার অভাব আমি কোনদিনও পূরন করতে পারবো না। তোমাকে ভুলতে তো কখনোই পারবো না। কাউকে তোমার জায়গা দিতে পারবোনা, তুমি আমার আত্মার একটা অংশ, তোমাকে আমি কিভাবে ভুলে যেতে পারি বলো??এই স্বাথপর দুনিয়াতে তুমি আমার না হলেও তুমি আমার ভালো না বাসলেও আমি তো তোমাকে ভালোবাসি। দেহে আত্মা না থাকলে যেমন দেহটা আর চলে না, ঠিক তেমনি ভাবে আমার অন্তরে তুমি যত দিন থাকবে আমি ততদিন জীবিত, যেদিন খোঁজ পাবে এই দেহে আত্মা টা আর নেই সেদিন বুঝে নিও আমি তোমাকে ভুলে গেছি!!!
2025-05-21 19:40:59
0
jahidul.islam329
✖‿✖•মায়াবতীর রাজকুমার ✖‿✖• :
শোনো মায়াবতী আমি কোনও দিনও এমন বেহাইয়া ছিলাম না অথচ,দেখো আপনারে ভালোবাসে আপনার জন্য লজ্জা শরম সব কিছু ভুলে গিয়ে, আমি কেমন বেহাইয়া হইয়া গেছি! কত অপমান কত অবহেলার পরেও পাহাড় সমান উপেক্ষা পাওয়ার রাগ দু:খ ভুলে গিয়ে আপনার কাছে ফিরে আসি বার বার। আপনি না চাইতেও আপনার হাতে নিজেকে এইভাবে তুলে দেই যেন জগতের সব থেকে সস্তা মানুষটাই আমি। যেন না চাইতেও আপনি পাইয়া গেছেন আমারে,একটা মানুষ হারিয়ে গেলে আরেক টা মানুষ ঠিকই আসে,কিন্তু জীবনে আমার মতো মানুষ দুইবার উপহার দেয় না,,আমারে হারাইতে দিলে আজকে বা কালকে একদিন না একদিন বুঝবা তারা ধরতে গিয়ে মানুষ কেমন চাঁদ হারাইয়া ফেলে 😅
2025-05-20 17:53:01
3
md_sajid_306
অপেক্ষা💔🫀😅 :
@অপেক্ষা💔🫀😅:ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা না। ভালোবাসা মানে একজন আরেকজনের জীবনের প্রতি দায়বদ্ধ থাকা। তার হাসিতে নিজের আনন্দ খোঁজা,তার দুঃখে নিজের ভেতরটা কাঁপিয়ে তোলা। ভালোবাসা মানে তার সব কিছুর পাশে দাড়ানো-সুখে,দুঃখে,ভালো সময়ে আর সবচেয়ে খারাপ সময়েও। ভালোবাসা মানে নিজের ভালো লাগার চেয়ে তার ভালো থাকাকে বেশি গুরুত্ব দেওয়া। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে তার মাঝে নিজেকে খুঁজে। সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয়,কারণ সেখানে চাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটাই সবচেয়ে বড়। 💗🫶
2025-05-20 16:14:59
5
ne...55
Eva Rahman :) 😅❤️‍🩹 :
Caption ta diben please 😊
2025-05-22 08:23:19
1
aaa.tiktok782
বিষাক্ত মায়া :
আবার জন্ম নেই বলেই, এই জীবনে তোমাকে পাওয়ার এত তীব্র আকাঙ্ক্ষা ছিলো আমার। সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে তীব্র দুঃখ দিয়ে,,। আমিতো দুঃখ চাইনি,। এক সমুদ্র আশা আর ভালোবাসা নিয়ে চেয়েছি তোমাকে,,। তবে কেনো দুঃখ আমাকে আলিঙ্গন করে নিলো,,। আর কত দুঃখের পর সুখের দেখা পাবো,,? আর কতো দুঃখ দেয়ার পর ক্লান্ত হবে দুঃখ রা হয়ে যাবে,,। ভালো থাকার কি অভিনয় টাই না করে যাচ্ছি,,। কেউ বুঝে না, যেমনটা তুমি করেছিলে বুঝিনি আমিও,,,।আমার জীবনে যত না পাওয়ার আক্ষেপ,, তা বোধহয় তোমাকে ঘীরেই,,। তোমাকে পাওয়া একটি মাত্র চাহিবার বিপরীতে - আমি পেয়েছি তীব্র আকাঙ্ক্ষা, আক্ষেপ,,। যন্ত্রণার অগনিত বিষাক্ত অন্ধকার কালো রাত,,,,,,,,,,,,,,,,,,!!!😔🥹😭😭😭😭😭
2025-05-18 20:15:48
6
kha4020l
≛⃝༅𝄟།تعرف على الطير།≛⃝༅𝄟།། :
ভালোবাসা জিনিস টা নিয়ে আমার বিন্দু পরিমান আক্ষেপ নেই! মনের মতো একজন মানুষ কে ভালোবেসে ছিলাম তবে তাকে হারিয়েছি,সত্যি বলতে পাওয়া না পাওয়ার হিসাব করে কখনো ভালোবাসা হয় না...!এত কিছুর মাঝে ও একটা সত্য কথা হলো আমি তাকে এখনো ও ভালোবাসি! পেলাম কি পেলাম না এইসব নিয়ে ভাবি না, পেয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায় তাই কিছু ভালোবাসা অপূর্ণ থেকে যাক...!! 💔@আলবিদা 😭:ভালোবাসা জিনিস টা নিয়ে আমার বিন্দু পরিমান আক্ষেপ নেই! মনের মতো একজন মানুষ কে ভালোবেসে ছিলাম তবে তাকে হারিয়েছি,সত্যি বলতে পাওয়া না পাওয়ার হিসাব করে কখনো ভালোবাসা হয় না...!এত কিছুর মাঝে ও একটা সত্য কথা হলো আমি তাকে এখনো ও ভালোবাসি! পেলাম কি পেলাম না এইসব নিয়ে ভাবি না, পেয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায় তাই কিছু ভালোবাসা অপূর্ণ থেকে যাক...!! 💔
2025-05-22 14:25:43
1
sad_queen0143
♠️ডিপ্রেশন♠️ :
তোমার অভাব। আমি কোনদিনও পূরণ করতে পারব না। তোমাকে ভুলতে তো কখনোই পারবো না। কাউকে তোমার জায়গা দিতে পারবো না, তুমি আমার আত্মার একটা অংশ তোমাকে আমি কিভাবে ভুলে যেতে পারি বলো? এই স্বার্থপর দুনিয়াতে তুমি আমার না হলেও, তুমি আমায় ভালো না বাসলেও আমি তো তোমাকে ভালোবাসি। দেহে আত্মা না থাকলে যেমন দেহটা আর চলে না, ঠিক তেমনি ভাবে আমার অন্তরে তুমি যত দিন থাকবে ততদিন আমি জীবিত, যেদিন খোঁজ পাবে এই দেহে আত্মা টা আর নেই সেদিন বুঝে নিও আমি তোমাকে ভুলে গেছি!!
2025-05-22 04:00:57
1
_ab_tanjimarif4_
𝙰𝙱⸙Aʀɪғメ࿐ :
তােমার আভাব। আমি কোনদিনও পুরণ করতে পারবাে না।তােমাকে ভুলতে তাে কখনোই পারবাে না।কাউকে তােমার জায়গা দিতে পারবো না, তুমি আমার আত্মার একটা অংশ, তােমাকে আমি কিভাবে ভুলে যেতে পারি বলো? এই স্বার্থপর দুনিয়াতে তুমি আমার না হলেও, তুমি আমায় ভালো না বাসলেও আমি তোে তােমাকে ভালােবাসি। দেহে আত্মা না থাকলে যেমন দেহটা আর চলে না, ঠিক তেমনি ভাবে আমার অন্তরে তুমি যত দিন থাকবে আমি ততদিন জীবিত, যেদিন খোঁজ পাবে এই দেহে আত্মা টা আর নেই সেদিন বুঝে নিও আমি তােমাকে ভুলে গেছি...!
2025-05-22 11:52:14
1
mojahid_vai_0.77
👑 ᴍᴏᴊᴀʜɪᴅ 👑 :
এতো যত্ন, এতো প্রেম, এতো সম্মান, এতো ভালোবাসা-সব কিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম, শুধু তোমার একটা হাসির জন্য। ভেবেছিলাম তুমি বুঝবে, তোমার একটুখানি খুশির পেছনে আমার সমস্ত জীবন ঢেলে দিতে রাজি আমি। অথচ তুমি? তুমি ইচ্ছে করেই হারালে আমাকে, এমন কারো কাছে গেলে যাকে তুমি ঠিক করে চিনতেও পারো না। আমার ভালোবাসায় কোনো অভাব ছিল না-অভাব ছিল শুধু তোমার বোঝার, তোমার থাকার। তুমি হারিয়ে গেছো ঠিকই, কিন্তু হারিয়ে ফেলেছো এমন একজনকে, যে দুনিয়ার সবকিছু ছেড়ে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল। আজ তোমার জায়গাটা খালি, কিন্তু মনটা ভরা-অভিমান আর অপূর্ণ ভালোবাসায়। বড্ড বোকা তুমি, কারণ তুমি হারিয়ে ফেলেছো এমন একটা হৃদয়, যেটা তোমাকেই শেষ পর্যন্ত ভালোবাসতো, আর কাউকে নয়!😊❤️‍🩹
2025-05-21 05:39:28
2
t.a.munni7
🌷বোকাফুল🫀💀 :
caption ta diben plz
2025-05-22 08:39:26
1
mahiramanha4
Tara🌸 :
যাকে ভেবেছিলাম আশ্রয়, সেও আজ ঝড় হয়ে গেল,নিঃশব্দে ভেঙে দিলো শান্ত আকাশ, যার চোখে খুঁজেছিলাম নিজের প্রতিচ্ছবি, সেখানেই আজ দেখি অচেনা ছায়া,যার চোখে খুঁজেছিলাম আলো, সে-ই চোখ ফিরিয়ে নিলো ঠিক তখন, যখন সবচেয়ে বেশি দরকার ছিল, আমি বুঝি-সবাই থাকে শুধু যতদিন না প্রয়োজন ফুরোয়, শেষে রাতের নীলে দাঁড়িয়ে বুঝলাম ভালোবাসা চিরকাল থাকে না, আর মানুষ...সে তো প্রকৃতপক্ষে চিরকাল একাই 💔
2025-05-22 09:24:28
1
prodip0004
👑 Ⓟ_Ⓡ_Ⓞ_Ⓓ_Ⓘ_Ⓟ 👑 :
কি এক ভাগ্য নিয়ে আসছি পৃথিবীতে, যা চাই তাই হারাই, মানুষ তো ভুল করে ও কিছু পায়, আমার তো সেই ভাগ্য ও নাই....!💔😅
2025-05-22 06:42:53
2
rabbiyitrjg4un
Rx Rabbi?? :
তোমাকে নিয়ে ভাবলেই কেন যেন চোখের কোনায় জমে ওঠে একফোঁটা অশ্রু। বুকের ভেতর এক অজানা ব্যথা, যা কেবল তোমার জন্যই। তুমি ছিলে অন্য সবার চেয়ে আলাদা বিশেষ । তুমি ছিলে আমার হৃদয়ের খুব কাছের, একদম গভীর থাকা মানুষ। তোমার স্মৃতি তোমার হাসি, তোমার স্পর্শ -সব যেন এখনও মনে হয় কালকের কথা। অথচ সেই সব স্মৃতি আজ আমাকে একা করে তোলে। আমি আজও প্রভুর কাছে প্রাথনা করি তুমি যেন ভালো থাকো। তোমার নতুন শহর জীবনের নতুন মানুষ সব কিছু যেন তোমার জন্য সুখ বয়ে আনে। তবে আমার চোখের কোনোয় জমে থাকা এই অশ্রু যেন কোনো অভিশাপ হয়ে তোমাকে ছুঁতে না পারে তোমার জন্য হৃদয়ে😔😔
2025-05-20 15:12:42
4
ahona6733
❤️‍🩹🫁 unknown🫰🫀 :
তোমার চলে যেতে ইচ্ছে হলো। তুমি একটা বাহানা বানিয়ে চলে গেলে। এইদিকে হাজার চেষ্টা করেও তোমাকে ভুলে যাওয়ার মতো পারফেক্ট কোনো বাহানা আমি খুজে পাচ্ছি না। যতবার ভাবি তোমাকে ভুলে যাব। সন্ধ্যার কোল ঘেঁষে রাত নামতেই তোমাকে আবার মনে পরে যায় আমার খুব করে মনে পরে তুমি একদিন বলেছিলে, কোনো নিঝুম রাতে প্রান্তরের ঘাসে ঘুমিয়ে থাকা জোনাকি দেখতে যাবে। কপালে চুম্বন নিয়ে মাথা রাখবে আমার কাধে। ঘুমের কোলে ডুবে যাওয়া শহরকে গলা ছেড়ে চিৎকার করে জানিয়ে দেবে তুমি শুধু আমাকেই ভালোবাসো। তবে তোমার সব কিছু আজ মিথ্যে। মিথ্যে এই শহর। আজ এই নির্ঘুম নিরালা রাতের কবিতায় কোথাও তোমার অস্তিত্ব নেই। অথবা তুমি পাশেই আছো যা আমার নিছক কল্পনা🌺💔🥀
2025-05-22 11:00:49
1
kamrul.chowdhury79
Kamrul Chowdhury :
caption ta plz
2025-05-22 09:37:01
1
sukumar2252
S_N♥♥♥ :
যদি শেষ নিঃশ্বাসেও কিছু..! বলার সুযোগ পাই বলবো ভালোবাসি..!তোমায়..💘💘💘
2025-05-22 16:51:09
1
mayaboti5137
crashpgali513 :
cpsn ta dwa jabe plzz
2025-05-22 05:57:05
0
To see more videos from user @r_e_a_l_s_t_o_r_y, please go to the Tikwm homepage.

Other Videos


About