@mdalby16: প্রেমে পড়ছিলাম একজনের একবার। শুধু যে প্রেমে পড়েছি তা বললে ভুল হবে, ভালোবাসছিলাম খুব তারে। সে আমারে এমন স্পেশাল ফিল করাইছে মনে হইছে তারে ছাড়া চলবো না। হারাই যাওনের কথা উঠলে সে কান্নাকাটি কইরা কইতো, আপনে ছাইড়া গেলে মইরা যামু, সত্যি সত্যি মইরা যামু। তারপর একদিন সে নিজেই ছাইড়া গেল। হঠাৎ। আমার আকুতি মিনতি কোনোকিছুই তারে আর আটকাইতে পারলো না। সেই চলে গেলো ফিরেও দেখলো না। হঠাৎ একা হয়ে যাওয়াতে চারপাশ এত সংকীর্ণ হয়ে আসলো, নিজেরে মেনে নিতে কষ্ট হইতো খুব। মাঝেমধ্যে মনে হইত বোধহয় আমি পাগল হয়ে যাচ্ছি, আমি বোধহয় বেশিদিন আর বাঁচব না। মরে যেতেও ইচ্ছে হতো। মানুষিক ট্রমা নিয়ে আমি দিনের পর দিন তাঁর চলে যাবার কারণ খুঁজেছি। কি দোষ আমার! কি করিনি? কি ছিল না আমার? মাবুদ সে তো ভিন্ন মানুষ না, আমি কি তারে ভালোবাসি নাই? ইত্যাদি, ইত্যাদি। তারপর একদিন নিজে নিজেই বুঝলাম আসলে ভালোবাসাটাই সবকিছু না। ভালোবাসার আগে বেশি গুরুত্বপূর্ণ যারে ভালোবাসি সে আমারে ভালোবাসে কি না, যারে চাই সে আমারে চায় কি না। মন থেকে নাকি কোনো জিনিস চাইলে সেই জিনিস মিলাই দেবার জন্য পুরো দুনিয়া সাহায্য করে। সে তো আর আমারে চায় নাই, সে তো আর আমারে ভালোবাসে নাই। তাকে ছাড়া এখন তো বেশ দিব্যি আছি। ভালো আছি। বেঁচে আছি। ক্ষত কখনো পুরোপুরি মুছে যায় না। হঠাৎ হঠাৎ কোনো কোনো ঝিরঝিরে বৃষ্টির সন্ধ্যায়, অথবা জোছনায় গলা রাত্তিরে ঐ সব ক্ষত মাথাচাড়া দিয়ে ওঠে। চোখ ঝাপসা হয়ে আসে। সেই মুহূর্তে ইচ্ছে করে আরোও একবার তার সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করি, কেনো ভালোবাসলেন না আমায়? কেনো থেকে গেলেন না? কি অপরাধ ছিল আমার? আমি কি সত্যিই ভালোবাসার মতো মানুষ ছিলাম না?... #foryoupage #foryou #unfrezzmyaccount #ইনশাআল্লাহ_যাবে_foryou_তে। #fybシviral #foryouinshaallah❤💯

আবু বকর আলবী
আবু বকর আলবী
Open In TikTok:
Region: BD
Monday 19 May 2025 05:30:27 GMT
156
71
2
2

Music

Download

Comments

md.mohammod82
🦋<^€mO«hA»MM″🦋∞″oD♪~🪽💿♦️ :
😅😅😅
2025-05-19 08:43:56
0
mahir.mahmud.alby
Mahir Mahmud Alby :
🥰🥰🥰
2025-05-19 05:35:37
0
To see more videos from user @mdalby16, please go to the Tikwm homepage.

Other Videos


About