রাজ্য বিহীন রাজা :
“ক্রিকেট শুধু খেলা না, এটা আমাদের শৈশবের এক টুকরো অনুভব।”
একটা সময় ছিল, যখন আমাদের বিনোদনের তেমন কিছু ছিল না—না এত ইন্টারনেট, না এত প্ল্যাটফর্ম। তখন আমাদের একমাত্র অপেক্ষার নাম ছিল ক্রিকেট। সেই খেলাই আমাদের কাঁদিয়েছে, হাসিয়েছে, গর্বিত করেছে। বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল ঘরের সবাই একসাথে বসে খেলা দেখা, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাওয়া, আর শেষ বল পর্যন্ত দম বন্ধ করে বসে থাকা।
আজ হয়তো সময়টা ভালো যাচ্ছে না। পারফরম্যান্সে ভাটা, দল হারছে, সমালোচনা বাড়ছে। কিন্তু তাই বলে ক্রিকেটকে তুচ্ছ করা, বিদ্রূপ করা, বয়কটের কথা বলা—এটা কি আসলেই দরকার?
একটা জেনারেশন যাদের পুরো শৈশব গড়ে উঠেছে ক্রিকেটকে কেন্দ্র করে, তারা জানে এই খেলাটা কতটা ভালোবাসার। এখনো দেশে লাখো ডাই-হার্ড ক্রিকেট ফ্যান আছে—যারা হার-জিতের ঊর্ধ্বে গিয়ে শুধুই দেশের ক্রিকেটকে ভালোবাসে। তাদের ভালোবাসা ফর্ম দেখে ওঠানামা করে না।
তাই মনে হচ্ছে, সময় এসেছে আবার একসাথে হওয়ার। এমন একটা জায়গা দরকার, যেখানে শুধু সমালোচনা নয়, হবে ভালোবাসা, সমর্থন, প্রেরণা। একটা পেজ হতে পারে সেই প্ল্যাটফর্ম, যেখানে আমরা ক্রিকেটকে সাপোর্ট করব—ভালোবাসা দিয়ে, আশা দিয়ে।
জানি না এটা কতদূর যাবে, কিন্তু বিশ্বাস করি—শুরুটা হওয়া দরকার। কারণ, ক্রিকেট শুধু খেলা নয়—এটা আমাদের আত্মার
2025-05-21 15:08:29