الأمين🪄 :
আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, তাহলে আমি প্রতিজ্ঞা করি-আমার আব্বা আম্মার কোনো ইচ্ছা অপূর্ণ রাখব না ইনশাল্লাহ। যাদের দোয়ার বদৌলতেই আজ আমি এতটুকু, তাদের হাসিমুখটাই আমার স্বপ্ন। ছোটবেলায় যাদের চোখে আমার জন্য হাজারটা স্বপ্ন ছিল, আজ তাদের চোখে যেন আমি সফলতা হয়ে ধরা দিই, এই চাওয়াটাই জীবনের আসল লক্ষ্য।
তারা আমার জন্য কত কিছু করেছে, কত রাত জেগেছে, নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে আমার স্বপ্ন বুনেছে। সময়ের সাথে তারা ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি, তারা কিছুই বলেন না, শুধু চান আমি যেন ভালো থাকি, যেন একটু এগিয়ে যাই।
তাই আজ নিজেকে বলি, থামা যাবে না, হার মানা যাবে না। কারণ পিছনে আছে দুটি শ্রেষ্ঠ আশীর্বাদ, আব্বা আর আম্মা। আর উপরে আছেন আল্লাহ, যিনি সব জানেন, সব দেখেন। ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন, তবে একদিন তাদের মুখে গর্বের হাসি ফুটাবো, সব ইচ্ছা পূরণ করে তাদের জীবনটা রঙিন করে তুলব। এই-ই আমার স্বপ্ন, এই-ই আমার দোয়া।
2025-05-23 04:51:47