@aru_kook_: #হৃদয়ের_কথা_ ✦ραят_❷❾❼✦ ✧──────✧✧──────✧ আজকে সবিন আর য়্যুনার হলুদ ও মেহেদী অনুষ্ঠান করা হবে। জাংকুকের কথা অনুযায়ী সবকিছু জাংকুক দের বাড়িতেই হবে। শুধু বিয়েটা হবে কমিউনিটি সেন্টারে। য়্যুনার বাবার ইচ্ছে মতোই। মেয়ের বাবা যেহেতু চাইছে সেখানে ওনার মান রাখার ও কিছুটা প্রয়োজন আছে। সে হিসেবেই করা হচ্ছে সব। অন্য সবার বিয়েতে রঙ খেলার প্রোগ্রাম সহ সব প্রোগ্রাম আলাদা করা হলেও য়্যুনা চাইছিলো তার বিয়েটা একেবারে সিম্পল বাঙালি পদ্ধতিতে হোক। অনেক তো দেখেছে বড় বড় অনুষ্ঠান এবার না হয় সিম্পল ভাবেই করবে। হলুদ শাড়ি আর সাথে কাচা ফুলের গহনা দ্বারা নিজেকে আবৃত করেছে য়্যুনা। সাথে রয়েছে হলুদ পাঞ্জাবি পরিহিত সবিন। হলুদের সাজেই দুজনকে অনেক বেশি সুন্দর লাগছে। ওইযে কথায় বলে না "জোড়া উপর থেকে তৈরি হয়ে আসে"। ওদের ক্ষেত্রেও একি লাগছে। জাংকুকের কথা অনুযায়ী য়্যুনা আর সবিনের হলুদের আর মেহেদী প্রোগ্রামটা এখানেই অর্থাৎ জাংকুকের বাসায় করা হবে। বাকী সবাইও হলুদ শাড়ি আর পাঞ্জাবি পরে হাজির হয়েছে বাগানে। Yn কে ধরে ধরে নিয়ে আসছে জাংকুক। Yn বিরক্ত হচ্ছে বারবার। আরে বাবা মাত্র দু মাসে পড়েছে, জাংকুক এমন ভাব কেনো করছে যে আজ বা কাল তার ডেলিভারি হয়ে যাবে। কিছুটা দূর আসতেই Yn দাঁড়িয়ে যায়। জাংকুক ভ্রু কুঁচকে অস্থির গলায় বলে —'হোয়াট হ্যাপেন?' —'আপনি এককাজ করুন, আমাকে না কোলে করেই নিয়ে যান' —'হ্যাঁ অফ কোর্স আসো' Yn চোখ রাঙিয়ে তাকায়। জাংকুক বুকে হাত গুজে বলে —'কিহ?' —'আপনি না_আপনি না_আপনি —'হুহ আমি কি?' —'আপনি একটা আপনি,খাচ্চর একটা,ধরতে হবে না আমাকে' বলেই বড় বড় পা পেলে চলে যায় সেখান থেকে।জাংকুক ভ্যাবাচেকা খেয়ে বলে —'যাহ বাবা, ধরলেও দোষ আবার না ধরলেও দোষ? নিজেই বললো " আমাকে ধরে নিয়ে যান" আবার এখানে এসে বলছে কেনো ধরলাম? হাউ রুড! প্রেগ্ন্যাসিতে এতো মুড সুইং হয়? রিয়্যালি? কা'ম অন জাংকুক রেডি থাকো বিকজ ইয়েতো বাস শুরবাত হ্যাঁ' —— সবিন কে আর য়্যুনাকে আচ্ছা মতো হলুদ মাখিয়ে গোসল করানো হলো। বাদ যায়নি পরিবারের একটা সদস্য ও৷ সবাইকে ভূত বানিয়ে তারপরই ক্ষ্যান্ত হয়েছে একেকজন। জিমিন ও Yn3 কে আচ্ছা মতো হলুদ মাখিয়েছে। বেচারিকে পুরো মাঠ দৌড় করিয়ে তারপর হলুদ মাখিয়ে ভুত বানিয়েছে। সাথে সেলফি নিতেও ভুলেনি। ভুলবে কি করে? সে একজন মান সম্মত ফটোগ্রাফার। আর যেখানে নিজের মানুষরা আছে সেখানে সে ইচ্ছে মতো ছবি তুলবেই। — সন্ধ্যায় কিছুটা সঙ্গীতায়োজনের মতো মেহদী অনুষ্ঠানটা রাখা হয়। ছাদেই করা হয়েছে সেটা। সবাই মেহেদীর অনুষ্ঠান হিসেবে কাপড় ম্যাচ করে পরেছে৷ সবিন আর য়্যুনা পরেছে লেমন কালারের কাপল সেট৷ সবাই ছাদে উপস্থিত হলেও জাংকুক আর Yn এখানো আসতে পারেনি। কিভাবেই বা আসবে? Yn সেই বিকেল থেকে বমি করতে করতে হয়রান হয়ে গেছে। এটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না, এটা খাবে না, সেটা খাবে না। কিছু দেখলেই বমি আসছে। খেয়ে না খেয়ে আরো বেশি দূর্বল হয়ে পড়েছে। আর তাই জাংকুক ও আসতে পারছে না। যদিও Yn2 আর য়্যুনা বলেছে ওরা থাকুক Yn এর কাছে জাংকুক ছাদে এসে সবকিছু একবার দেখে যাক কিন্তু Yn তা হতে দিলো কই। খাপটি মেরে জাংকুক এর বুকে লুকিয়ে আছে। কোথাও যেতে দিবে না বলেছে। জাংকুক ও ওদের চলে যেতে বললো। আপাতত Yn কে একিভাবে নিয়ে নিয়ে আধশোয়া হয়ে আছে বিছানায়। এই অব্দি দু'বার জাংকুকের গাঁয়েই বমি করেছে। জাংকুক খানিকটা নাক চিটকালেও পরে আবার নিজেকে সামলে নিয়েছে। পরিপাটি হয়ে আবার Yn এর কাছে এসে বসেছে। হুট করে Yn জেঁকে বসলো। জাংকুক বললো —'কি আবার বমি পাচ্ছে? ওয়াশরুমে যাবে? নাকি এখানে করে নিবে?' Yn নাক মুখ ছিটকে বলে —'আপনার গাঁ থেকে গন্ধ আসছে' —'হোয়াট?' —'আপনি গোসল করেননি? ওয়েক_' —'আর ইউ সিরিয়াস? সকাল অব্দি আমার চারবার গোসল হইছে আর তুমি বলছো আমার গাঁয়ে_ লাইক সিরিয়াসলি?' —'যান তো যান, গোসল করেন নাহলে গন্ধে আমি আবার বমি করে দেবো' —'আরে_ Yn সাথে সাথে কান্না করে দিলো। জাংকুক ভড়কে গেলো। Yn কান্নারত অবস্থায় বলে —'আপনি আমার কোনো কথা শুনেন না কেনো? ভালোবাসেন না এখন আর তাইনা? খুব খারাপ আপনি' —'ওকে ওকে যাচ্ছি কান্না করো না প্লিজ' জাংকুক উঠে গিয়ে তোয়ালে নিতে নিতে বলে —'হায়রে কপাল আমার, কোনদিন না জানি আবার মাঝরাতে রুম থেকে বের করে দেয় আমায়' —— জাংকুক শাওয়ার নিয়ে এসেই অবাক হলো। Yn নতুন জামাকাপড় পরে রেডি একেবারে৷ জাংকুক ভ্রু কুঁচকে বলে —'রেডি হচ্ছো কেনো?' —'কেনো মানে? ছাদে যাবো না? ওখানে অনুষ্ঠান হচ্ছে না?' —'এই অবস্থায় ছাদে যাবে?' —'কি অবস্থায়? আমিতো একেবারে ফিট,দেখুন দেখুন, এখন তারাতাড়ি চলুন প্রোগ্রাম শুরু হয়ে যাবে' —'আর ইউ শিউর তোমার মুড চেঞ্জ হবে না?' —'হ্যাঁ হ্যাঁ ৫০০% শিউর, এখন যান তো' জাংকুক কয়েকবার চোখের পলক ফেললো। তারপর একটা শ্বাস ছেড়ে রেডি হতে যায়। চলবে_৫০০+কপিলিংক #foryou #aru_kook_
✿͜͡ ᭄𝐀𝐑𝐔𝐊𝐎𝐎𝐊
Region: BD
Friday 23 May 2025 13:18:21 GMT
Music
Download
Comments
♥︎༺𝐉𝐞𝐨𝐧𝐬 𝐖𝐢𝐟𝐞𝐲࿐♥︎ :
বেচারা আমার জামাইটা 🥲🤣🤣
2025-05-24 02:44:14
0
Ekra :
Next part
2025-05-23 16:38:11
0
✿"শুভ্রিকা"☁️🪞 :
আহলো jk এর কষ্ট দেখে আমি কেন্দে দিয়েছি 😩🤧
2025-05-23 13:44:06
6
🦋jungkook এর Butterfly🦋 :
বেচারা জাংকুক🤣🤣🤣
2025-05-23 13:25:53
2
🌷Tulip 🌷 :
বেচারা jk 🤣
2025-05-23 14:16:43
3
Adiba tasfi :
ahare bechara jk er oboshta dekhe haste haste sesh 🤭😁
2025-05-23 14:00:45
0
Kim Chandni 2.0 :
next part apioi
2025-05-23 13:35:52
0
To see more videos from user @aru_kook_, please go to the Tikwm
homepage.