@si.ju.ka5: #তোমাতেই_আসক্ত #তানিশা_সুলতানা বর্তমানে আদ্রিতা এবং এ্যানি বসে আছে ড্রয়িং রুমে। সামনে টিভির স্কিনে চলছে মাই ফ্লট মুভি। গভীর মনোযোগ দিয়ে মুভি খানা দেখছে আদ্রিতা। প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে। নিক এবং নোয়া গাড়িতে। নিক ড্রাইভ করছে এবং নোয়া পাশে বসে আছে। ইংরেজি হিন্দি কোনো ভাষাই বোঝে না আদ্রিতা। তবুও একটু একটু আন্দাজ করতে পারে। টই মুহুর্তে নোয়া নিকোলাসের হাতের ওপর হাত রেখেছে। বিষন্ন স্বরে বলছে "আমি তোমার সতালো বোন। আমাদের সম্পর্ক মানবে না কেউ। তোমার বাবা আমার মা কেউ মেনে নিবে না। সাথে সাথে নিকোলাস গাড়ি থামিয়ে ফেলে। সিটবেল্ট খুলে নোয়ার গালে হাত রাখে এবং চুম্বন এঁকে দেয় ঠোঁটে। একটু পরেই ওষ্ঠ ছেড়ে বলে " ভালেবাসা যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি গুনাহগার। পৃথিবীর সব চেয়ে বড় পাপী। ডায়লগ শেষ করে আবারও চুম্বন এ লিপ্ত হয়। আদ্রিতা গালে হাত দিয়ে গোটা ব্যাপারখানা দেখে। আহারে কতো ভালোবাসা। দেখেই পরাণ জুড়িয়ে যায়। হঠাৎ করে কেউ ধপ করে বসে পড়ে আদ্রিতার পাশে। গম্ভীর স্বরে বলে "এসব সীন দেখে ফিলিংস আসে না? লিপ কিস করতে মন চায়? আদ্রিতা টিভির স্কিনে নজর রেখেই আনমনে বলে ওঠে " আমার ড্রিম এটা। কতো স্বপ্ন দেখি আমি চুমু খাচ্ছি। ঠোঁটে চুমু খাওয়ার ফিলিংস জানার বড্ড ইচ্ছে আমার। আমি বাকিটা শেষ করার আগেই সহ্য করতে পারবে তো? আদ্রিতা ভ্রু কুচকে তাকায় আবরারের মুখ পানে। পাগলের মতো কথা। আদ্রিতা না কি সহ্য করতে পারবে না? চুমু সহ্য করতে না পারলে জীবনটাই তো বৃথা। হাহহ খুব পারবে। এই যে টিভির স্কিনে থাকা মেয়েটা মজা করে সহ্য করে নিচ্ছে। যেনো এর থেকে মজাদার আর কিছু নেই। আবারও ভাবনায় পড়ে যায় সে। সত্যিই কি এর থেকে মজাদার কিছু নেই? আবরারের মুখ পান থেকে নজর সরায়। এই মুহুর্তে টিভির স্কিনে চলছে অশ্লীল এবং আপত্তিকর দৃশ্য। হাত পা কাঁপতে শুরু করে আদ্রিতার। লজ্জায় গাল দুটে লাল হয়ে উঠেছে। কানে গরম অনুভব করছে। চোখের পাতা ভাড়ি মনে হচ্ছে। তাকাতে ইচ্ছে করছে না। শুকনো ঢোক গিলে সে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আলগোছে টিভি বন্ধ করার জন্য রিমোট খুঁজতে থাকে। কিন্তু আশেপাশে তার দেখা মেলে না। কাজের সময় কিছুই পাওয়া যায় না। আবরার সোজা হয়ে বসে। একটা হাত আদ্রিতার পেছন দিয়ে সোফার হাতলে রাখে। একটু একটু ছুঁয়ে দিচ্ছে আদ্রিতা পিঠ। আরেক দরফা চমকায় সে। মনের মধ্যে অদ্ভুত কিছু ভাবনারা ভিড় করেছে। তাড়াহুড়ো করে একটু এগিয়ে বসে সে। আবরার নিচু স্বরে বলে "এসব দেখে হাজব্যান্ড এর অভাব ফিল করো না? সামান্য কথা কিন্তু মিনিংটা অমান্য। লাজুক এবং ভীতু আদ্রিতার লাজ বাড়িয়ে দিতে সক্ষম। হলোও তাই মাথা খানা একদমই নিচু হয়ে গিয়েছে। দুই হাত একে অপরের সঙ্গে চাপ প্রয়োগ করছে। ইচ্ছে করছে দৌড়ে চলে যেতে। কিন্তু বেইমান দেহ খানা চলতে চাইছে না যেনো। এটারই সুযোগ নিলো বোধহয় আবরার। সোফার হাতলে রাখা হাত খানা আদ্রিতার কাঁধে রাখে। এবং আচমকা টান দিয়ে নিজের দিকে নিয়ে আসে। ভয়ার্তক আদ্রিতা বলে ওঠে " ক.....কি করছেন? সিয়াম ভাই কিচেনে। কথা খানা বলে নিজেই বিরক্ত নিজের ওপর। বা***লের এক্সকিউজ দেখালো। যেনো তারা জামাই বউ। কড়া ভাষায় কিছু বলা যেতো না? "ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার অ্যাবাউট গোটা বাক্য শেষ করার আগেই দরজা ঠেলে ভেতরে ঢোকে সিয়াম। আদ্রিতা এক লাফে দাঁড়িয়ে পড়ে এবং জান প্রাণ এক করে দৌড়ে চলে যায় নিজ কক্ষে। এ্যানিকে সাথে নিতে বেমালুম ভুলেই গিয়েছে। নিজের জীবন বাঁচাক আগে তারপর অন্য কথা। সোফায় গুটিশুটি মেরে ঘুমিয়ে থাকা এ্যানির পানে তাকায় আবরার। ইচ্ছে করলো নরম তুলতুলে গায়ে হাত বুলিয়ে দিতে। তবে ইচ্ছেকে প্রাধান্য দিলো না। সিয়াম বোকার মতো তাকিয়ে আছে আবরারের পানে। আদ্রিতাকে দেখলো সে ছুটে পালাতে। এখন কথা হচ্ছে আবরার কি করছিলো আদ্রিতার সাথে? কি করছিলো? কি মানে কি? ভাবতে ভাবতে এগিয়ে আসে সিয়াম। আবরারের পাশে বসে প্রশ্ন করে " চুমু খেয়েছিস? "চুমুতে পোষাবে না আমার। হট নাইট লাগবে। " অল হবে না? "উহু গোটা নাইট হ ট থাকতে হবে। " আদ্রিতাকে ছেড়ে দে ভাই। তোর এই হটনেস বাংলাদেশের একটা জনগণ কমিয়ে দিবে। আবরার সিয়াম এর মাথা চাটি মারে। "ইডিয়েট জনগণ বাড়িয়ে দিবে। চলবে... #তোমাতেই_আসক্ত #আবরার_তাসনিন #চিত্রাঙ্গনা #প্রেয়সীর_হৃদয়_ব্যাকুল #রেডরোজ #শালুক_ফুলের_লাজ_নাই