🪄আই এম সিঙ্গেল 🪄 :
ভালোবাসা, রাগ কিংবা অভিমান, কিছু গোপন করতে নেই প্রিয়জনের কাছে। মানুষ স্রষ্টা কিংবা অন্তর্যামী নয় যে বিনা প্রকাশে সে বুঝে নিতে পারবে সবটা। নিজের ভালোবাসার প্রকাশ মানুষটার সামনে করতে হবে, তাকে জানাতে হবে আপনি তাকে মনেপ্রাণে কতটা চাইছেন। অন্যথায়, তীব্রভাবে ভালোবাসার পরেও জানাতে না পারার ব্যর্থতায় হারাতে হবে তাকে।
প্রিয়জনের কোনো আচরণে কষ্ট পেলে তাকে টের দিতে হবে তার সাথে রাগ করেছেন আপনি বা তার যেকোনো কাজে খারাপ লাগলে বোঝাতে হবে ওসব যে আপনার পছন্দ না। তার উচিত সেসব থেকে যেন দূরে থাকে সে। অভিমান পুষে রাখতে নেই। কেননা ধীরে ধীরে তা ভারি হয়, যা একটা মজবুত সম্পর্ককে নড়বড়ে করে ফেলে। শেষে কী হয় জানেন কেউ কিছু টের পাওয়ার আগেই বহুবছর ধরো যত্নে গড়া সম্পর্কগুলো ন'ষ্ট হয়ে যায়।
তারচেয়ে ভালো বরং আপনারা পাশাপাশি বসুন। অল্প সময়ের জন্য হলেও। কথা বলুন সরাসরি একে অন্যের চোখের দিকে তাকিয়ে, হাতে হাত রেখে। কথার মাঝে প্রকাশ পাক দুইপক্ষের অপরপক্ষের প্রতি জমে থাকা অভিমান, অভিযোগ বা লুকিয়ে রাখা আরো বহুকিছু। একটা সমাধান বের হোক, শান্তি ফিরুক, দূরত্ব ঘুচুক। তাহলেই বেঁচে যাবে সম্পর্কগুলো। ভালো থাকবেন নিজেরা নিজেদের আপন মানুষগুলোকে,,,,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️,,,,,সুন্দর,,,, একটি,,,,,,, গান,,,,,,আমার,,,,,,,,অনেক,,,,,,, সুন্দর,,,,, লাগে,,,,,,,love,,,,,,, you,,,,,,জান,,,,,কেউ,,,, পেম,,,, করবা,,,,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
2025-05-26 01:10:00