_Sagor_××″🦋🔘 :
এত সহজে কি ভোলা যায় সেই চিরচেনা চেহারা চিরচেনা সেই কন্ঠ, মায়াবী তার চাওনি,, আমি আজও তারে ভুলতে পারি নি, ভুলবো না সেই ফেলে আসা ভালবাসা, ফেলে আসা সেই মানুষ টা, তার কন্ঠ, তার মায়াবি চেহারা, এই সব কিছু আমি ভুলে যাব এত সহজে পারবো না, আমার দ্বারা সম্ভব না প্রত্যেকটা মানুষ, যদি তার ভালবাসার মানুষকে ভুলে যায়, তবে আমি বলবে তারা কখনো ভালবাসে নি , অনেক মানুষ বলচে তুমি কত বোকা একটা মানুষ ছেড়ে চলে গিয়েছে, তুমি তার জন্য এখনো বসে আছো, আসলে তাকে ভালবাসি, ভিষন ভালবাসি, তার জন্য ভুলতে পারি নি, ভুলবো ও না, ভুলা সম্ভব না, ভুলে যাওয়ার জন্য তাকে ভাল বাসি নি, 😭💔🙏
2025-06-09 16:26:17