🤭ইব্রাহিম ইসলাম😘 :
ভালোবাসা জিনিস টা নিয়ে আমার বিন্দু পরিমান আক্ষেপ নেই! মনের মতো একজন মানুষ কে ভালোবেসে ছিলাম তবে তাকে হারিয়েছি,সত্যি বলতে পাওয়া না পাওয়ার হিসাব করে কখনো ভালোবাসা হয় না...!এত কিছুর মাঝে ও একটা সত্য কথা হলো আমি তাকে এখনো ও ভালোবাসি! পেলাম কি পেলাম না এইসব নিয়ে ভাবি না, পেয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায় তাই কিছু ভালোবাসা অপূর্ণ থেকে যাক °°!!🖤😅এতো যত্ন, এতো প্রেম, এতো সম্মান, এতো ভালোবাসা-সব কিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম, শুধু তোমার একটা হাসির জন্য।
ভেবেছিলাম তুমি বুঝবে, তোমার একটুখানি খুশির পেছনে আমার সমস্ত জীবন ঢেলে দিতে রাজি আমি। অথচ তুমি? তুমি ইচ্ছে করেই হারালে আমাকে, এমন কারো কাছে গেলে যাকে তুমি ঠিক করে চিনতেও পারো না।
আমার ভালোবাসায় কোনো অভাব ছিল না-অভাব ছিল শুধু তোমার বোঝার, তোমার থাকার।
তুমি হারিয়ে গেছো ঠিকই, কিন্তু হারিয়ে ফেলেছো এমন একজনকে, যে দুনিয়ার সবকিছু ছেড়ে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল।
আজ তোমার জায়গাটা খালি, কিন্তু মনটা ভরা-অভিমান আর অপূর্ণ ভালোবাসায়।
বড্ড বোকা তুমি, কারণ তুমি হারিয়ে ফেলেছো এমন একটা হৃদয়, যেটা তোমাকেই শেষ পর্যন্ত ভালোবাসতো, আর কাউকে নয়!❤️🩹🫶আমি চাই তুমি অন্য কাউকে ভালোবাসো! দেখো সে তোমাকে আমার মতো করে ভালোবাসতে পারে কী না, আমার মতো করে বুঝতে পারে কি না। তোমার অবহেলার পরেও তোমার কাছে পড়ে থাকে কী না! বার বার কান্না করেও তোমার কাছে ফিরে আসে কি না তুমি অন্য কাউকে ভালোবাসো, ভালোবেসে দেখো সে তোমার একটু ভালোবাসা পাওয়ার আসায় রাত দিন অপেক্ষা করে কী না! তোমার মন খারাপে সে অস্থির হয়ে উঠে কী না! যখন তখন আল্লাহর কাছে তোমাকে চায় কী না। তোমাকে নিজের সব টা দিয়ে ভালোবাসে কী না। প্রতিটা সেকেন্ড তোমায় নিয়ে চিন্তা করে কী না। তুমি অন্য কাউকেই ভালোবাসাে। পরিবর্তন দেখতে চেয়ে ছিলে না দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দেই না, তোমার কিছু তে আমার খারাপ লাগলেও তোমাকে বলি না-হ। এক লাইন এর মেসেজ বা তোমার একটা কলের জন্য ও অপেক্ষা করি না-হ, তোমাকে ভালোবাসার দরকার নাই। আমার কাছে তোমার ভালো থাকাটা জরুরি আমাকে বাদ দিয়ে হলেও সমস্যা নাই। আমাকে আর পাবানা। দোয়া করি এতটা সুখে থাকো যতোটা সুখে থাকলে আমার কথা আর মনে পড়বে না-হ 😅❤️
2025-05-26 08:34:14