Hridoy ahmed :
ভালোই হইছে আমি তোমারে পাইনাই,পেলে গেলে হয়তো আমার অহংকার বেড়ে যেতো, মানুষের কাছে তোমারে নিয়ে অহংকার করতাম,মানুষের কাছে পূর্ণতার গল্প করতাম,ভালোই হইছে আমি তোমারে পাইনাই তোমারে পাইলে কষ্ট কি বুঝতামি না,তোমারে পাইলে কষ্টের সাথে আমার কখনো পরিচয় হইতো বলে মনে হয় না, কষ্টের স্বাদ পাওয়া হইতো না,বিচ্ছেদের যন্ত্রণা পাওয়া হইতো না তোমারে পাইলে...!💔😅
ভালোই হইছে তুমি আমার হও নাই তুমি আমার হইলে তোমারে নিয়া অনেক কিছু ভাবা লাগতো,ভাবা লাগতো কি করলে তোমারে আমি আগলে রাখতে পারমু,কি করলে তোমারে আমি সুখে রাখতে পারমু..!🥀😅
তুমি আমার না হয়ে ভালোই করছো,এখন আর নিয়ম করে কাউকে ভালোবাসি না, কাওকে ভালোবাসি কথাটা বালা লাগবোনা,কাওকে নিয়ে এতো চিন্তাও এতো করা লাগবোনা..!😅
ভালোই হইছে তুমি অন্য কারোর হইছো, তুমি যদি আমার হইতা ভালোবাসা যে এত নিষ্ঠুর এটা আমি কখনোই বুঝতামি না,বুঝতাম না মানুষ এমন করেও পরিবর্তন হতে পাড়ে,,তুমি যদি এখনো আমায় ভালোবাসতা,তাহলে নিজের শরীলের খুব যত্ন নিতাম,,তখন আর চোখের নিছে কালো দাগ দেখতে পেতাম না,কারো কথা ভাবতে ভাবতে কি ভাবে রাত জাগতে হয় তাও জানা হইতো না,রাত জাগতে হয় ভালোই হইছে তুমি আমার হওনাই, ভালোই হইছে তুমি আমার হও নাই,তুমি আমার হইলে প্রতি দিন তোমার সাথে গল্প করতে ইচ্ছে হতো,খুব ভালোবাসতে ইচ্ছে করতো তোমারে,তোমার খুলে মাথা রেখে ঘুরতে ইচ্ছে করতো আমার,ভালোই হইছে তুমি আমার হও নাই😅
2025-06-14 13:46:04