কেপশোন :
@কেপশোন:একতরফা ভালোবাসা।
আজ আমি বসেছি তোমার স্মৃতিগুলোকে গুছিয়ে রাখতে, একটা কল্পনার কফিন বানিয়েছি। সেখানে ঢুকিয়ে দিচ্ছি তোমার ছোঁয়া, তোমার হাসির শব্দ, তোমার ফেলে যাওয়া চিরকুট। প্রতিটি মুহূর্ত, যেগুলো একসময় জীবন ছিল, আজ তারা বোঝা নিবিড়। আমি তাকিয়ে আছি তাদের দিকে, ঠিক যেমন কেউ তার মরে যাওয়ার, ভালোবাসাকে শেষবার দেখে। একটা ছবি যেখানে তুমি হেসে আছো তাতে আজ চোখ রাখতেই গলা জ্বলে ওঠে। তোমার প্রিয় গানের প্লেলিস্টটা খুলেও আজ আর কোনো সুর শুনি না, শুধু শোকের সুর বেজে চলে, আমার ভি তরে। এই কফিন আমি পুঁতে ফেলবো মনের গভীরে, যেখানে কেউ ঢুকতে পারে না, কেউ খুঁজে পায় না সেই নিরব সমাধি। আমি জানি তুমি আর ফিরবে না।
তোমার জন্য দরজা খোলা রাখা, প্রতীক্ষায় জানালায় বসে থাকি সব আজ নিজের উপর অন্যায় মনে হয়।
এই পর্বের শেষে, আমি নিজেই বলি শ্রদ্ধাঞ্জলি, আমার একতরফা ভালোবাসা।
তুমি হয়তো জানো না, কিন্তু আমি আজ তোমাকে দাফন করলাম তোমার স্মৃতির কফিনে, এক নিঃশব্দ কান্নার প্রহরে।
লেখক:-sajol🥹
2025-07-02 09:38:40