🥀 T. L. M. R 🌸 :
প্রথম প্রথম পরিচয় হয়. আস্তে আস্তে কথা শুরু হয়, কথা অনেক দিন হয়ে গেলে পছন্দ করার কথা বলা হয়! ওপরে দিখে তার ও কথাবার্তা শোনে এত যত্ন কেয়ারিং করা কথাই মায়া পরা যাওয়া, পরে হ্যাঁ বলা দেওয়া তাদের অতিরিক্ত ভালোবাসা জমে যাওয়া অনেক অনেক ভালোবাসার! মধ্যে!আর আমি তো তখন ভালোবাসা বুঝতাম ও না, তাও তোমার প্রতি এতো কিসের টার্ন ছিলো! তোমাকে দেখেছি কিন্তু তোমার চেহেরা টাও মনে নেই, তাও কিসের এতো ভালোবাসা ছিলো,তোমার বুকে মাথা ও রেখেছি তোমার হাত ধরে হেঁটেছি তাও তোমার চেহেরা টা ভুলে গেছিলাম!হটাৎ একদিন আবার দেখা হলো,সেদিন কিন্তু নাও চিনতে পারতাম.মায়ার টানে ভুলে যাওয়ার চেহেরা টাও চিনে গেলাম! সেদিন একবার জরিয়ে ধরার অনেক ইচ্ছে ছিলো, শুধু অভিমানের কারণে কিছু না বলে তাকিয়ে ছিলাম! সেদিন চিৎকার করে বলতে চেয়েছিলাম আজ আমি অনেক খুশি, সেদিন পৃথিবী সব থেকে অনেক খুশি ছিলাম! তাও কিছু বলেও বলতে পারিনি অনেক রাগ অভিমান ঘৃণার কারণে তার পরেও দুইদিনের মাথাত তোমাকে ডেকে ছিলাম নিজের মনে করে, আজ ও সেইদিন টার কথা মনে হলে, নিজের বুকটা কপে উঠে! এই ক্যাপশনটা আমার জন্য অনেক কষ্টের সেটা লেখা হয়েছে, চোখে জল নিয়ে, তোমাদের কে অনেক ভালোবাসি, আমার ক্যাপশনের দুইজন মানুষ কে, তার থেকে অধিক ভালোবাসি আমার অন্দকার জীবন কে, সেটা যেনো আমার জীবনে শীঘ্রই আসে, তার জন্য অপেক্ষা করা আছি. পৃথিবীতে সব পেয়েছি শুধু অনেক অন্দকার আমার শ্রেষ্ঠ উপহার হবে !🫂😞👩👧🥹🥺
2025-07-02 21:15:16