Tahmid Ahmed :
তোমাকে কখনো ভুলে যেতে চাই না। কোন যোগাযোগ নেই, কিন্তু তুমি সর্বদা অবচেতন মনে উপস্থিত। তাই হয়তো কিছুক্ষণের জন্য স্বপ্ন দেখা আমার কাছে মেঘ ছাড়া বৃষ্টির মতো। আসলে, আমি জানি না দেখার অর্ধেকটা কখনো তৃপ্ত হবে কিনা, তবে স্বপ্নে দেখে আমি খুশি। অনেক ক্ষতি, অনেক দিন এই স্বপ্ন নিয়ে চিন্তা করলে মন খুব খুশি হয়। আর আমার মনের দৃঢ় বিশ্বাস হলো যেদিন তোমাকে দেখি, সারাদিন একটা অদ্ভুত আনন্দ পাই, দিনটা ভালোই কাটে, বছরে এক-দুই দিন। তোমাকে প্রায়ই পাগলের কথা শুনতে হয়, আর এ নিয়ে আমার কোনও আফসোস নেই। বরং, এটা ভালো যে আমি তোমার জন্য অন্য নাম পেয়েছি। স্বপ্নকে মিষ্টি বা খারাপ স্বপ্ন ভেবে ভুল করো না। এই গল্পগুলোর পাশে বসে, একই পথে আমি যাচ্ছি, তুমি আসছো, একটু হাসছো, এগুলো আমার জন্য খুব সুখের স্মৃতি। কিছু সম্পর্ক দূর থেকে সুন্দর, অথবা একদিকে ভালোবাসা বলে কিছু নেই। অবশেষে, আমি তোমার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করি। কারণ তুমি ভালো না হলে মনে হয় আমিই সবচেয়ে বেশি কষ্ট পাবো। তোমার কাছে চাওয়ার কিছু নেই, পৃথিবী ছেড়ে যাওয়ার আগে একবার তোমার হৃদয়ের সাথে কথা বলতে চাই। কথা বলার তৃষ্ণা দীর্ঘস্থায়ী। এটা ভালোবাসার রূপ। #ক্যাপশন🥹
2025-05-27 09:40:32