ইয়া আল্লাহ,আমাকে আপনার কাছে থেকে দূরে সরিয়ে দিয়েন না।
আমি যতটাই খারাপ হয়ে যায় না কেনো,যদি আমি গুনাহের সাগরে ডুবে ও যাই, তাহলে ও আপনি আপনার দরজা থেকে বাহির করে দিয়েন না।
ইয়া আল্লাহ, লোকের কাছ থেকে চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গেছি।
এখন শুধু আপনার কাছ থেকে চাই,চোখের শান্তি আর আপনার রিজিক।
আমার গুনাহ তো অনেক, তবে আপনার রহমত,আপনি মাফ করতে পারবেন। আপনি বদলাতে পারেন আমার ভাগ্য কে,আমার সম্পূর্ণ জীবনকে।
শুধু একটাই দুয়া আল্লাহ, আমাকে আমার প্রদেশের মুকুটহীন রাজা বানাবেন না। আমার হৃদয়কে শুধু তোমার করে নাও। আর দুনিয়ার সব জিনিস থেকে বেশি,তোমার প্রিয়জনদের ভালোবাসা দাও। আমিন🤲🙂😔🕋🕋