MdJOy :
@🥀সন্ধ্যাবাদি🥀:জীবনে অনেক মুখ দেখেছি, অনেক চেহারা ভুলে গেছি, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই যেন ঝাপসা হয়ে যায়। কিন্তু একটা মুখ আছে, একটা চেহারা আছে, যেটা যতই ভুলতে চাই, ততই যেন গভীরে গেঁথে যায়। আপনার সেই চেহারা, কেমন করে ভুলি বলুন? চোখ বন্ধ করলেও আপনি সামনে এসে দাঁড়ান, স্বপ্নে এলেও আপনার ছায়া ঘিরে থাকে। আপনি চলে গেছেন, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে-যেগুলো না চাইতেও হৃদয়ে আগুন জ্বালায়। কতটা ভালোবাসলে, কতটা কষ্ট পেলে, কাউকে ভোলা যায় না-তা এখন বুঝি। হয়তো আপনিও ভুলে গেছেন আমায়, কিন্তু আমি আজও সেই এক ফ্রেমে আটকে আছি, যেখানে শুধু আপনি আর আপনার চেহারাটা জমে আছে, চিরকাল...!💔🥀
2025-07-01 04:55:12