Mk)⚔️M A S U M ⚔️(🥀🫶🥀⚔️ :
আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো, আমি কখনোই আমার মনের গভীর কথা, অনুভূতি, কষ্ট কাউকে ঠিকভাবে বোঝাতে পারি না , মনে হয় কথাগুলো বুকের ভেতরই আটকে থাকে, কেউ বুঝতে চায় না কিংবা আমি বোঝাতে পারি না। হয়তো অনেক কথা বলার থাকে, কিন্তু ভাষা হারিয়ে ফেলি , মুখে হাসি রেখেও ভেতরে কতটা যুদ্ধ করি, সেটা কাউকে বোঝানোই সবচেয়ে কঠিন কাজ মনে হয়, নিজের ব্যথাগুলো নিজের সঙ্গেই কথা বলে যায়, কারণ মানুষ বুঝতে পারে না নিঃশব্দ কান্নার ভাষা, তাই তো কখনো কখনো মনে হয়, নিঃশব্দ থাকা, চুপচাপ থাকাই সবচেয়ে নিরাপদ... কারণ তখন আর কাউকে বোঝানোর যুদ্ধটা করতে হয় না 🥺🙂
2025-05-29 16:45:43