Jɪʜᴀᴅ Wʀɪᴛᴇʀ ✍️💫 :
তোমার সঙ্গে আমার কোনো আনুষ্ঠানিকতা ছিল না, ছিল না চুক্তিপত্র, ছিল না প্রতিজ্ঞা… তবুও আমি প্রতিদিন তোমার জন্য জেগে উঠতাম, তোমার জন্য হাসতাম, তোমার জন্য বাঁচতাম।
তুমি কখনো জানতে চাওনি, কেন আমি এতটা ভালোবাসি তোমাকে। তুমি দেখোনি, প্রতিদিন তুমি কীভাবে আমার ভাবনার কেন্দ্র হয়ে উঠেছিলে। প্রতিটি কথায়, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ছোট্ট ইচ্ছেতে—তুমি ছিলে।
ভালোবাসা মানে শুধু “ভালোবাসি” বলা না, ভালোবাসা মানে— "তুমি কেমন আছো?" না জেনেও, ভেতরে ভেতরে কষ্ট পাওয়া। ভালোবাসা মানে— "তুমি খেয়েছো তো?" না শুনেও, নিজের খিদে মেরে ফেলা।
আমি কখনো চাইনি তুমি রাজপ্রাসাদে রাখো আমাকে, আমি শুধু চেয়েছিলাম… তোমার নরম কথার আশ্রয়ে একটু ঠাঁই, তোমার ব্যস্ত জীবনে এক মুহূর্ত সময়, আর একটা গভীর রাতে আমার নাম ধরে ডাকা—"তুমি আছো তো?"
তুমি বুঝতে পারোনি, তোমার একটা হাসি কীভাবে আমার একটা খারাপ দিন ভালো করে দিত। তুমি জানোনি, তুমি কোনো কারণে কষ্টে থাকলে আমি সারারাত ঘুমাতে পারতাম না।
তুমি হয়তো এখন অনেক দূরে, অনেক সুখে… কিন্তু আমি এখনো আগের মতোই— একটা মানুষ, যে কোনো দিন তোমাকে ভালোবাসা দেওয়া বন্ধ করেনি। একটা মানুষ, যে আজও তোমার কথা ভেবে বুকের গভীরে দীর্ঘশ্বাস ফেলে। কারণ ভালোবাসা শেষ হয় না… ভালোবাসা হারিয়ে গেলেও রয়ে যায় তার ছায়া, তার ঘ্রাণ, তার অপেক্ষা…
2025-05-31 05:56:07