ব্যর্থ কবি :
🥀প্রিয় মায়াবতী,,,,
অভিশাপ দিচ্ছি না তবে আমি চাই আপনার জীবনে ঠিক আপনার মতোই একজন মানুষ আসুক, আমি চাই-আপনার ভালোবাসা ঠিক আপনার মতো করে আপনাকে ভালোবাসুক, আপনার মতো করেই আপনাকে অবহেলা করুক, আর সবশেষে আপনার মতো করে আপনাকে ছেড়ে যাক। তখন আপনি বুঝবেন অনেকটা ভালোবাসার বিনিময়ে অবহেলা পেলে কেমন লাগে, আপনি বুঝবেন অপেক্ষার প্রহর ঠিক কেমন হয়, আপনি বুঝবেন বেঁচে থেকে মৃত্যুর স্বাদ পাওয়া কতটা কষ্টের, নির্ঘুম রাত আপনাকে অনেক বেদনা দিবে, আপনি বুঝবেন অবহেলা পাওয়ার পরেও সেই মানুষটাকেই চেয়ে যাওয়ার আকুতি কেমন হয়। আমি খুব করে চাই আপনার জীবনে ঠিক আপনার মতোই একজন মানুষ আসুক, আপনার চাওয়া পাওয়া গুলোকে উপেক্ষা করুক, আপনার পছন্দ গুলোকে ছুড়ে ফেলে দিক, আপনার প্রতি তার একটুও মায়া-দয়া না জন্মাক, আপনাকে সে যত্ন কইরা আগলাইয়া না রাখুক, না রাখুক কোনো প্রতিশ্রুতি,, আপনাকে আপনার মত কইরাই ছেড়ে দিয়ে মিলিয়ে যাক শূন্যে। আপনি দুনিয়ার কোন ভাষা দিয়ে যেনো না বুঝাইতে পারেন; যে আপনি তারে কতোটা ভালোবাসেন, যেমন কইরা আমি আপনারে বুঝাইতে পারি নাই। আপনার মনটাকে শূন্যে ভাসিয়ে দিক, সব স্বপ্নগুলো জ্বালিয়ে পুড়িয়ে আপনাকে দিয়ে যাক শুধু একাকিত্ব আর এক বুক আক্ষেপ যে আমি পেয়েছিলাম প্রতিনিয়ত আপনার কাছ থেকে....!!!😅💔🥀
2025-07-27 05:56:24