১ বছর রিলেশন হাজারো পথ পাড়ি দিয়ে যদি প্রিয় মানুষটাকে পেয়েও যদি হারাতে হয় এর থেকে কষ্টকর মূহুর্ত আর আপসোস অন্য কিছু হতে পারে না।
ছিলাম তো এক নারীতে আসক্ত আর একজনকে ভালোবেসে ছিলাম
আর ওই একজনকে যদি না পায় অভিযোগ তো থাকবেই সারাজীবন যদি কখনো তোমার এই লেখাটা চোখের সামনে আসে তাহলে কষ্ট করে পড়ে নিও, তোমাকে পাওয়ার জন্য আমি কতই না পাগলামি করেছিলাম এমন কি ছেড়ে যেওনা এ কথাটি প্রতিদিন বলতাম।
ভালোবাসা পবিত্র হলেও পাওয়ার যোগ্যতা সবার থাকেনা,তাই শুধু তোমাকে বলবো বলা হয়নি ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা না কতটা অসহ্যকর তা তুমি কখনো বোঝবে না কারণ তোমার নতুন ভূবন পরিপূর্ণ ভালোবাসায় তার অভাব তোমাকে স্পর্শ করতে পারবেনা, এই লেখাটা যে বা যারা পড়বে তাদেরকে আমি বলছি ভালোবাসলে মন থেকে বাসো, সে তুমি ছেলে অথবা মেয়ে হও মেয়েরা ছেড়ে চলে গেলেও তারা সুখে থাকবে,কিন্তু যাকে ছেড়ে চলে যাবে সে কখনো ভালো থাকবে না মোটেও না, ভালোবাসার নাম নিয়ে খেলা করো না, সাজিয়ে রাখতে পারলে ভালোবেসো, আর না পারলে কারো জীবনে স্পর্শ করার...........
প্রয়োজন নেই🥹🫀
2025-06-03 15:09:32
26
Antu :
mention dawar moto kaw kopala nai 😥😭😭😭
2025-06-03 18:43:29
0
®🔥🇷_ 🇦_ 🇸_ 🇪 _🇱🔥® :
movie nam plz.?
2025-06-03 19:05:08
2
বন্ধু🫶🥀 :
জানো প্রিয় তোমারে দেখার লাইগা না আমার বুকের ভেতরটা খালি ছটফট করে!! খাঁচায় বন্দী পাখিটা যেমন ছটফট করে বাহিরে উড়াল দেওয়া লাইগা, ঠিক তেমনি আমি আমার বুকের ভেতরে সবসময় আমি ছটফট অনুভব করি। তুমি হয়তো বললেও বুঝতে পারবা না যে, আমি তোমারে ঘুমাইলেও স্বপ্নে দেখি। আমি স্বপ্নে দেখি তোমার সাথে কাটানো সেই সুন্দর স্মৃতি, কখন যে তোমার পাশে যাইয়া বসবো। আল্লাহ, কখন তোমার দুই হাতটা ধইরা গাঁয়ের সেই মেঠো-পথে ঘুইরা বেড়ামু, আর কখন তোমারে একান্ত ব্যক্তিগত সময় দিতে পারবো। সুখ দুঃখের দুইটা গল্প করতে পারবো সেটা আমি বলতে পারবো না..!! 🫂✨💞
2025-07-14 08:58:31
1
🌸 Mâyâbøtî 🌸 :
4 বছর রিলেশন হাজারো পথ পাড়ি দিয়ে যদি প্রিয় মানুষটাকে পেয়েও যদি হারাতে হয় এর থেকে কষ্টকর মূহুর্ত আর আপসোস অন্য কিছু হতে পারে না।
ছিলাম তো এক পুরুষে আসক্ত আর একজনকে ভালোবেসে ছিলাম
2025-06-04 19:15:11
1
꧁༒☬₳℟Ї¥₳₦༒☬꧂ :
ahare 🫶🥲
2025-06-07 15:34:12
1
🤓Rakib💥 :
তুমি কেনো বুঝোনা 😅
2025-06-03 17:14:27
2
MR. Rohan999 :
আসলেই তাকে বোঝাতে পারিনি 🙂😅
2025-06-04 01:37:56
2
samiya islam :
যতবার ভেবেছি ভুলে যাবো ততবার তার ও বেশি মনে পড়ে যায় 🥺🥺
2025-06-03 23:50:47
1
Rojamond :
jotobar babi tomar kac theke cole jabo kintu kono ek picutane ami ar jete pari naaro besi balobesi peli