@mdalby16: তোমাকে নিয়ে ভাবলেই কেন যেন চোখের কোনায় জমে ওঠে একফোঁটা অশ্রু। বুকের ভেতর এক অজানা ব্যথা, যা কেবল তোমার জন্যই। তুমি ছিলে অন্য সবার চেয়ে আলাদা, বিশেষ। তুমি ছিলে আমার হৃদয়ের খুব কাছের, একদম গভীরে থাকা মানুষ। তোমার স্মৃতি, তোমার হাসি, তোমার স্পর্শ-সব যেন এখনও মনে হয় কালকের কথা। অথচ সেই সব স্মৃতি আজ আমাকে একা করে তোলে। আমি আজও প্রভুর কাছে প্রার্থনা করি, তুমি যেন ভালো থাকো।_তোমার নতুন শহর, নতুন জীবনের নতুন মানুষ-সবকিছু যেন তোমার জন্য সুখ বয়ে আনে। তবে, আমার চোখের কোনায় জমে থাকা এই অশ্রু যেন কোনো অভিশাপ হয়ে তোমাকে ছুঁতে না পারে। তোমার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, আর প্রার্থনা। ভালো থেকো তুমি, যেখানে আছো, যার সঙ্গে আছো। তুমি সুখেই থাকো নতুন কোনো শহরে, নতুন কোনো গল্পে, নতুন কোনো মায়ায়। _তবুও একটা দীর্ঘশ্বাস রয়ে যায়-তুমি আর আমি, আমরা এক হয়ে উঠতে পারলাম না। আমার মনে তুমি সেই একমাত্র বিশেষ মানুষ, যাকে ভুলে যাওয়া অসম্ভব। তোমার ভালো থাকা যেন আমার সমস্ত কষ্টকে সার্থক করে তোলে। -তোমার স্মৃতি যতই কষ্ট দিক, আমি তবুও চাই, তুমি হাসিখুশি থাকো। নতুন জীবনের প্রতিটি মুহূর্ত যেন তোমার জন্য আনন্দ বয়ে আনে। ভালো থেকো তুমি, প্রিয়। তোমার এই স্মৃতি হৃদয়ের #foryoupage #foryoupage #fybシviral #unfrezzmyaccount #plzsupport #ইনশাআল্লাহ_যাবে_foryou_তে।
আবু বকর আলবী
Region: BD
Wednesday 04 June 2025 10:58:58 GMT
Music
Download
Comments
md NOJRUL :
🥰🥰🥰
2025-07-01 13:20:09
0
Md Robel khan :
👌👌👌
2025-06-08 03:57:54
0
To see more videos from user @mdalby16, please go to the Tikwm
homepage.