@mithilamithy.09: #চেয়েছি_তোমার_হতে #Sabitun_Nahar --ভূমি নিচে নামতেই পড়ে কঠিন পরিস্হিতির মুখে। সকলের নানান প্রশ্ন, জিজ্ঞাসাবাদ যেন কোনো অন্ত নেই। বিরক্তিতে ভূমির গাল লাল হয়ে আসছে। কত আনন্দ নিয়ে নিচে নামলো খাবে বলে। কিন্তু খেতে তো পারলো না পড়লো আরেক জামেলায়। দূর না নামাই ভালো হতো।খাবারের কি সুন্দর গন্ধ আহ ভূমি শুধু নাক টেনে টেনে খাবারের গন্ধ নিচ্চে কিন্তু সেগুলো হাতের নাগাল পাচ্চে না। এই বোরিং মানুষ গুলোর কারনে। এদিক সেদিক তাকাচ্চে কে বাঁচাবে এই জামেলার থেকে। ওমনি বাড়ির দরজা দিয়ে প্রবেশ করছেন মি.আফজাল আহমেদ। ভূমির চেহারায় এবার ফুটে উঠে এক ফালি আনন্দের আবাশ। দৌড়ে কাঁদো কাঁদো মুখ করে বলে ---ও বড় বাবা কেও আমাকে খেতে দিচ্চে না সবাই বকে বকে আমার পেট শেষ করে দিচ্চে খিদের জ্বালায় আমি এক্ষুনি ম*রে যাবো। ---মি.আফজাল এবার সকলের দিকে চোখ গরম করে বলে --- কি হয়েছে সবার কেন বাচ্চা মেয়েকে এভাবে বকছ তোমরা। মেয়েটা কেমন শুকিয়ে গিয়েছে খিদের চোটে। আমি যেন দ্বিতীয় বার ভূমি মাকে কেও বকা দিয়ে কথা বলতে না দেখি। এই বলেই ভূমিকে খাবার টেবেলির দিকে নিয়ে যায়। আর ভূমি পিছন ফিরে সবার দিকে দুষ্ট হাসি দিয়ে ভেঙছি কেটে বেরিয়ে যায়। --সন্ধ্যা পেরিয়ে প্রায় চারপাশ আধারে চেয়ে গিয়েছে। রাতের কালো অন্ধকার নামতে শুরু করে দিয়েছে প্রকৃতির বুকে।এখনও আদ্রের বাড়ি ফেরার নাম নেই। তখন বাড়িতে হইচই লেগে গিয়েচিলো সকলের মাঝে এই ভর দুপুরে ছেলেটা গেলো কই এত বছর পর ফিরেছে অবশ্যই ভালো করে রাস্তা, ঘাট মানুষ জন কাওকে চেনে না। -সকলকে শান্ত করে সাদাব এসে বলে -ভাইয়া কিছু কাজে গিয়েছে, আমার বাইকটা নিয়ে। ভাইয়া বলে গিয়েছে সন্ধ্যার আগে ফিরে আসবেন কেও যেন চিন্তা না করে। -কিন্তু এখনতো সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে, বাড়ির সকলের মাঝে চিন্তার চাপ। কোথাও গেলো। আদ্রের মা তো কান্নায় ভেঙে পড়েছেন। বাংলাদেশে এসে নাম্বার ও নেয় নাই যে কল করে খোঁজ নিবে। মি.আফজাল আহমেদ পুলিশে কল দিতে উদ্বুদ্ধ হলেই তখনি বাইরে থেকে বাইকের হর্ন এর আওয়াজ শুনা যায়। ---সবাই দৌড়ে সেদিকে এগিয়ে যায়। গিয়ে দেখে আসলেই আদ্র ফিরেছে বাড়িতে। আদ্রের পিছন পিছন আরো একটি বাইক নিয়ে ডুকছে আরেকটা ছেলে। বয়সে আদ্রের সমান হবে। --বাইক সাইড করে দাড়াতেই মিসেস সাবিনা এগিয়ে যান ছেলের কাছে। ছেলের দুই বাহু আঁকড়ে ধরে আসা গলায় প্রশ্ন করতে থাকে-- --কোথায় গিয়েছিলিশ তুই বাবা কাওকে না জানিয়ে। বাড়ির প্রতিটা সদস্য কতটা চিন্তায় ছিলো তা জানিস তুই। রাস্তাঘাট কিছু চিনিস না এভাবে হুট করে বের হতে কে বলেছিলো। ---মা শান্ত হও এত হাইপার হচ্চ কেন। আমি তো সাদাব কে বলে গিয়েছিলাম। আর রাস্তাঘাট না চিনবো কেন এটা আমার মাতৃভূমি। (আদ্র) --বোকা ছেলে তারপরও কি আমাদের বলে যাবি না নাকি চিন্তায় জানিস তোর মা কাঁদতে কাঁদতে কি অবস্থা হচ্চিলো। কেন গিয়েছিস আজকেই তো আসলি মাত্র? মিসেস সাবরিনা এগিয়ে গিয়ে অভিমানি কণ্ঠে আদ্রকে জিজ্ঞেস করে। --মামনি দেশে এসে তো সিম কেনা হয় নি এজন্য বাইরে গিয়েছিলাম। আর ও আমার সেই ছোট বেলার বন্ধু মনে আছে তোমাদের ওর কথা #রাহিন। -মিসেস সাবরিনা এগিয়ে গিয়ে তাকায় রাহিনের দিকে, অনেক বড় হয়ে গিয়েছে সেই ছোট বেলার চেহারাটর সাথে এখনকার চেহারাটার কোনো মিল পাওয়া যাচ্চে না। --কিরে রাহিন তুই এত বড় হয়ে গেছিস চেনা যাচ্চে না তো। আমাকে চিনতে পেরেছিস আমি তোর সাবরিনা আন্টি যাকে তুই বলতিস শাশুড়ী আম্মু বানাবো। ---রাহিন হেসে এগিয়ে আসেন সাবরিনাকে সালাম করে। আদ্রের মাকে ও সালাম করে। --বন্ধু চলে যাওয়ার পর তো আর এই আন্টিকে মনে রাখিস নি আর এই বাড়িতেও আসিস নি। --কি করে আসি বল। আদ্র চলে গিয়েছে আমি আর কি পরিচয়ে আসতাম। (রাহিন) --সাদাব এগিয়ে এসে জিজ্ঞেস করে ভাইয়া তুমি রাহিন ভাই কে কিভাবে খুজে পেলে এত বছর পর এসেও? --বাইকটা কিনতে শো-রুম এ গিয়েছিলাম সেখানেই দেখি রাহিন কে ওখানকার ম্যানেজার এর পদে আছে। ওর কথা বলার ধরন আর হস্যজ্বল চেহারা দেখেই চিনতে পেরেছিলাম। --ছেলে বাইক কিনেছে কথাটা শুনেই মিসেস সাবিনার চেহারারা আধার হয়ে আসে। বাইক যেন তার দুই চোখের কাল। কিন্তু ছেলে কষ্ট পাবে ভেবে কিছু বলেন না। সবাই কে তাড়া দিয়ে বলেন ভিতরে এসো সবাই। আয় রিহান বাবা ভিতরে আয়। ---বাড়ির সদস্যরা মিলে বসে পড়ে সন্ধ্যার নাস্তা+গল্পের আসরে। আদ্র সাদাব কে ডাক দিয়ে বলে ---সাদাব কর্ণারের রুমটায় আমার সব লাগেজ গুলো আছে নিয়ে আয়। --সাদাব উঠে আদ্রের কথামতো ব্যাগ সব নিয়ে আসে আদ্রের সামনে রাখে। আদ্র ব্যগ গুলো খুলে একে একে সবার জন্য নিয়ে আসা গিপ্ট দিতে থাকে। পরিবারের সদস্যাতো বটে, সাথে নানা বাড়ি, ফুফিদের সকলের জন্য গুনে গুনে আদ্র গিপ্ট নিয়েছে। সবাই তো খুশিতে আত্মহারা। --,সকলের উপহার দেয়া শেষে ব্যাগসব খালি করে যখন একপাশে রেখে দিচ্চিলো তখন আদ্রি বিষয়টা খেয়াল করে সাহস নিয়ে ভাইকে প্রশ্ন করে বসে -- ভাইয়া ভূমি আপুর জন্য কিছু নিয়ে আস নি? সব তো শেষ করে দিলে। #foryou
✿~"শুভ্রিকা"☁️🪞
Region: BD
Thursday 05 June 2025 16:37:51 GMT
Music
Download
Comments
Afrah Islam :
❤️❤️❤️❤️
2025-06-13 10:05:33
0
মায়াবতী💕💕💕 :
❤️❤️❤️
2025-06-05 18:59:29
0
🌸 মায়াবতী 🌸 :
apo next part please taratari deu bonu
2025-06-05 16:55:52
1
To see more videos from user @mithilamithy.09, please go to the Tikwm
homepage.