@mariyaislam4337: #CapCut Emon khana disi Life partner re ring poranor aage doctor heart e ring poraibo😩😩#fypシ゚viral🖤tiktok #eidmubarak #Bangladesh #typ #100k #view #Bangladesh #foryoupage #🤍🌷✨
তোমার হাতে চুড়ি বাজে, নিঃশব্দ রাতে,
মনের ভেতর বেজে ওঠে লুকানো কথা গোপন রাতে।
চুড়ির শব্দে জেগে ওঠে বুকের ভাঙা স্বপ্ন,
তোমার হাতে চুড়ি মানে — প্রেমের অলিখিত ছন্দ।
রঙিন চুড়ির মতোই তোমার হাসি খেলে,
হাত উঠিয়ে কপালে চুল সাজাও — প্রেম যেন ঢেউ মেলে।
তোমার হাতে চুড়ি, আমার হাতে আশা,
শব্দে শব্দে জড়িয়ে যায় লাজুক ভালোবাসা।
যখন তুমি হাতে চুড়ি পরে ধীরে হাসো,
বুকের ভেতর বেজে ওঠে এক অনন্ত ভাষা রোমাঞ্চে ভাসো।
তোমার চুড়ি ছোঁয়া পায় যদি আমার হাত,
তাহলে ভোর পর্যন্ত মিশে যাবে রাত।
তোমার হাতে চুড়ি — আর আমার চোখে তুমি,
এটাই হয়তো রোমাঞ্চ, এটাই প্রেমের ধুমি।
চুড়ির রং আর শব্দে বাঁধা প্রেমের ছায়া,
তোমার হাতে চুড়ি পড়ুক — আর বুকে জমুক মায়া।
❤️❤️❤️
2025-07-09 16:19:07
0
To see more videos from user @mariyaislam4337, please go to the Tikwm
homepage.