যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জোৎনা। যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না!! জগৎকুল নাম দিলো তাঁর প্রেমিক। তাকে দেখার পর চাঁদ, ফুল, কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি। তাকে ভালোবাসব বলে অন্য কাউকে ভালোবাসিনি, তবে সে হয়নি আমার জীবনসঙ্গী। আহ কি ছিল তাঁর মহিমা। জগতকুল নাম দিয়েছিলো তার প্রেমিক। সে তো হারায়নি, বরং আমিই হারিয়েছি আমায়। সে বলেছিল ভালোবেসে পাল্টে দিব তোমায় বিচ্ছেদের এ জামানায়। আহ তার বিপরীতে আমার চোখে কান্না আর কবিতায় মানায়!! ভালোবেসে হারালাম আমায়। তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিপ্ত চুম্বন আজও লেগে আছে ঠোঁটের কোণে। শুধু নেই নেই সেই মানুষটা জগৎকুল:যার নাম দিয়েছে জগৎকুল প্রেমিক। আমি শুনেছিলাম পৃথিবীর মানুষ চাইলে সবকিছু হতে পারে, তাই চাঁদ ,সূর্য , মহাবিশ্ব চাইনি হতে, শুধু চেয়েছিলাম এক জনম তোমায় ভালোবেসে যেতে!\আহা আবার আর কি কপাল
2025-07-04 22:06:42
1
💔💔Sharifsk🥰🥰🥰🥰🥰🌹 :
ভাই সাপোর্ট করবে প্লিজ 🥰🥰
2025-06-09 01:35:36
4
AA Joynal Abedin :
সাপোর্ট করলে সাপোর্ট করি ভাই ৩৩৩৩
2025-07-24 17:08:44
1
Mdshobik11 :
Like you brther
2025-06-09 13:56:24
1
𝓜𝓭👑👑 𝓡.rakibcib👑👑 :
মিথ্যা কথা একটু কম বলেন ভাই আপনাকে আরও অনেক আগে থেকেই এই কাজগুলো করে আসতেছি কিন্তু আমার একটা ভিডিওতে একটা লাইকও করেন নাই একটা কমেন্টও করেন নাই একটা শেয়ারও করেন নাই