আমার খুবই বিশ্বস্ত একজন বন্ধু আাছে। একমাত্র আলো হয়ে দাড়ায় আমার পাশে। সে কখনো অন্যদের মতো বড় বড় কথা বলে না, চুপচাপ থাকে নিজে অস্তিত্ব দিয়ে ভালোবাসা বোঝায়। হাজারটা ভুল হলেও সে ছেড়ে যায় না। অভিমান হলেও দূরে সরে যায় না। তার ভালোবাসা আবেগের উপর নয় দায়িত্বের উপর দাড়ানো।বিশ্বাস ভাঙার এই দুনিয়ায় নির্ভরতা, শান্তি আর নিস্তব্ধতা ভালোবাসার প্রতিচ্ছবি। যে প্রমান করে বাস্তব নয়। কারন সে জানে সত্যি ভালোবাসার প্রমান দরকার হয় না। যে আমার কখনো বিশ্বাস ভাঙে না, আমি হাসলে সেও হাসে সে থাকে আমার সবসময় পাশে।হ্যাঁ আমি আমার ছায়ার কথা বলছি..! যার সাথে আমি এত বছর চলছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার আমার বন্ধুত্ব সম্পর্ক রইবে ইনশাআল্লাহ |