Soyod yeamin :
এই রিদয়ে আছো তুমি, সকাল বিকাল সাজে। অনেক কথা তোমার জন্য, আমার মনের মাঝে। তোমার কাছে বলতে গেলে, সুযোগ তো আর পায় না, তাইতো বলব বলব করেও, কিছু বলা আর হয় না। যখন আমি কাছে থেকে, দেখি তোমার মুখ সব কথা হারিয়ে যায়,আমার ধুক ধুক করে বুক। এই দুনিয়ার কিছুই তখন, খেয়াল থাকে না, সুযোগ পেলেও কোনো কথা তাই , বলতে আর পারি না। দিন রাত ধরে কথা সাজাই, তোমাই বলব ভেবে, সামনে যখন দাড়াও তুমি, তখন যায় সব ভুলে। উলটা পালটা হয়ে যায় সব মুখ ফুটে না,তাই কাপতে কাপতে মুখে কোনো,কথা বের হয় না। জানো কি মেয়ে, কতটা আবেগ জমা থাকে বুকে,একটা সকাল কেটে যাক, চোখ টা রেখে চোখে। তোমার নেওয়া পরিক্ষা ফেল করব না,যতই বিপদ আসুক,তোমার পিছু ছাড়বো না।
2025-06-26 11:01:06