Chowdhury 🥰 :
তোমাকে কিছু কথা বলি শোনো,,,
তুমি হয়তো ভাবো তোমাকে ভালোবাসার মাঝে আমার কোনো স্বার্থ আছে,,! আসলে না তোমাকে ভালোবাসার মাঝে আমার স্বার্থ হলো এতো টুকু তোমাকে আমার করে পাওয়ার,এটা ছাড়া আর কোনো কিছু স্বার্থ নেই,আমি স্বার্থের জন্য তোমাকে ভালোবাসি নাই আমি তোমার হাত টা ধরছি মানে তোমাকে কিছু সময়ের জন্য না আমি তোমার এই হাত ধরে আমার এই জীবন তোমার হাতে হাত রেখে সারাজীবন পার করার জন্য তোমাকে আপন করে পাওয়ার জন্য,, এখন আর কোনো উদ্দেশ্য নেই আমার,, তোমাকে চেয়েছি শুধু তোমাকেই ভালোবাসি আমি,তোমাকে হারানোর জন্য ভালোবাসি নাই,কারণ তুমি আমার সুখ,শান্তি তুমি আমার সব,,দেখো না তোমার শত অবহেলার পাত্র হয়েও পরেও তোমার পেছনে পড়ে আছি,,বেহায়া পনার মতো ছুটি আসি বার বার তোমার কাছে😢😢😢
সত্যি আমি তোমারে অনেক ভালোবাসি বিশ্বাস করো না একটা বার তুমি আমার কথা রাখ🙏🙏🙏
2025-06-17 10:02:17