🔥 November – 2023 🔥 :
তোমাকে নিয়ে আমি এমনভাবে লিখবো—যাতে শব্দগুলো কেবল কাগজে নয়, তোমার হৃদয়েও ছুরির মতো বিধবে। প্রতিটি লাইন বলবে আমার কষ্ট আর তোমার নিষ্ঠুরতার গল্প, জাগিয়ে দেবে তোমার ঘুমন্ত বিবেক।
আমার সব অনুভব, অপূর্ণতা, অব্যক্ত অভিমান ফুটে উঠবে অক্ষরে অক্ষরে। পাঠক থেমে যাবে, দেখতে পাবে আমার বুকফাটা কান্না, না-পাওয়ার জ্বালা।
তোমার মুখ, চোখ, মিথ্যে হাসি—সব আঁকবো লাইনের পর লাইনে, এমনভাবে যে না চাইলেও পাঠক তোমাকে চিনে ফেলবে।
এ হবে এক পাগলের লেখা, ভালোবাসার প্রতিশোধ, যা প্রেম নয়, আবেগের আগুন। একদিন কেউ পড়বে, ছটফট করবে তোমাকে দেখতে—জানতে চাইবে সেই ছেলেটিকে, যাকে এতটা ভালোবেসেও পাওয়া গেল
2025-06-19 14:53:14