স্বপ্নের প্রবাস :
কিছু বদলায় নি দেখো,চারপাশের সবার সবকিছু আগের নিয়মেই চলছে,
বদলে গেছে শুধু আমার সময়, সম্পর্ক আমার অনুভূতি, যে সময় ফুরিয়ে গেছে তা কি চাইলেই আর ফিরে পাবো??মানুষ কি আর মানুষ আঁকড়ে বাঁচে,?? মানুষ বাঁচে স্মৃতি আঁকড়ে...
কোনোকিছু বদলায় নি, দেখো- শুধু বদলে গেছে মন, অবহেলা - অনাদরে বদলে গেছে অনুভূতি, তোমাকে ভালোবেসে বদলে গেছে প্রতিদিনের আচরণ, আমার পৃথিবী থমকে গেছে, চারদিকে কত মানুষ, কোলাহল অথচ কি নিঃসঙ্গ আমি,একা একা কেটে যায় তুমার দেওয়া সময় গুলো,কত কথা বুকের ভেতর চাপা,বের হয় না,বুকটা ভীষণ ভারী লাগে, অসহ্য যন্ত্রণা হচ্ছে..
মানুষ কি আর এমনিতেই বদলায়,মানুষ বদলায় অবহেলায়,অনাদরে, বিশ্বাসঘাতকতায়,মানুষ হারায় অনাদরে,অযত্নে আর ভালোবেসে ❤️🩹❤️🩹
2025-06-15 13:29:42