MD HASAN 🎮🗿 :
এই পর্যন্ত জীবনে আমার সবচেয়ে বড় এচিভমেন্ট হলো এই যে আমি এখন আর lonely ফীল করিনা। আমারে আমাজন জঙ্গলের গভীরতম জায়গায় একলা রেখে আসলেও I'll seriously enjoy my company. এটা কারো কাছে হয়তো কোনো কিছুই নাহ বাট আমার কাছে বিশাল বড় অর্জন। দীর্ঘ কিছু বসন্ত আমি আমার মেন্টালিটি এমনভাবে গ্রো করেছি, ব্রেইনকে কন্টিনিউয়াসলি এমন কিছু সিগন্যাল দিয়ে এসেছি যে এখন আমার ব্রেইন পুরা রিভার্স ট্রান্সক্রিপ্টে কাজ করে।
আমি খুব স্বাভাবিকভাবেই একা একা রাস্তা-ঘাট চষে বেড়াতে পারবো, মন মতো কফিশপে কফি অর্ডার দিয়ে খেয়ে আসতে পারবো, রিক্সায় বসে আকাশ দেখতে পারবো। আমি কোনো প্রকার হেজিটেশন ছাড়াই যে কাউকে ডাক দিয়ে বলতে পারবো "আমার একটা ছবি তুলে দেন", একলা একলা শপিংয়ে যেতে পারবো, মন মতো জন্মদিন করতে পারবো, একা বসে বসে হিমুর মতো একটা ময়ূরাক্ষী নদী বের করে ফেলতে পারবো। এই বিষয়গুলার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে অনেকদিন, জড়তা ভাঙতে নিজের সাথে নিজেকে কম্ফোর্ট করতে আমার পার করতে হয়েছে অনেক কিছু।
ইভেন এখনো এই বিষয়গুলা কেবল আমার মধ্যেই সীমাবদ্ধ, কেনো জানিনা কেউ এইটাকে নরমালাইজ করতে পারেনা। কিন্তু একাকিত্ব কাটায় উঠতে
পারা, আমার মতে এবং আদতেই, জীবনের অন্যতম বড়এচিভমেন্ট, আর তার চেয়েও বড় হলো নিজের সঙ্গকে এনজয় করা। অনেক বছর আগে কোনো একটা ঘটনায় বুঝেছিলাম, জীবনের সব কিছু টেম্পোরারি কেবলমাত্র নিজেই পারমানেন্ট। সেদিনের পর থেকে বাকি সব ঘটনা আমার জন্য জেদ হিসেবে কাজ করেছে। তবে জীবনে এই বিচ্ছিরি-সুন্দর অভ্যাসটার খুব দরকার। পাছে
লোকে যা বলুক, না মানলে না মানুক, কিন্তু একা থেকেও একা বোধ না করলে জীবনের ৯০ ভাগ
সাইকোলজিক্যাল গেইম আর ইমোশনাল এটাক আপনি জিতে যাবেন, জিততে বাধ্য!
2025-06-16 03:28:21