arafat :
তোমাকে ভারোবাসার আর কোনো কারণ নেই আমার, কারণ তোমাকে অকারণেই ভালোবাসি! তোমার হাসি, তোমার চোখ, তোমার চুপ থাকা তোমার সব কিছুতেই আমি ভালোবাসা খুঁজে পাই৷ তুমি কিছু না বললেও, আমি বুঝে যাই তুমি আমার মনের ঠিক সেই জায়গায় থাকো, যেখানে কেউ কোনোদিন পৌঁছাতে পারেনি৷ আমি তোমাকে ভালোবাসি এমন ভাবে, যেন পৃথিবীতে তুমি ছাড়া কিছুই নেই আমার৷ এই ভালোবাসায় নেই কোনো শার্থ,নেই কোনো কারণ, শুধু আছো তুমি,আর আমার পাগলের মতো ভালোবাসা! তুমি আমার সকাল - বিকেল, তুমি আমার রাতের চাঁদ, তোমার নাম শুনলেই মনে হয় এই তো আমার পৃথিবী! হয়তো তুমিও যানো না, কেন আমি তোমায় এত ভালোবাসি, যার কারণ আমারও ওযানা, শুধু যানি,তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ! 🥺🤗
2025-07-03 15:43:36