@r_o_n_y_08: মানুষ শখ করে মন খারাপ করে না,কেউ আদর করে একাকিত্ব পোষেনা, কেউ ভালোবেসে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেই না, কিছু পরিস্থিতি বাধ্য করে মানুষকে সবকিছু করতে। সময়ের উপর যে কারো হাত নেই, না চাইতেও মেনে নিতে হয় অনেক কিছু, মনের বিপরীতে হলেও মানিয়ে নিতে হয় নিজ থেকেই! সম্ভবত এই জন্যই জীবনকে বিষন্ন সুন্দর বলা হয় 🙂 #r_o_n_y_08 #foryou #foryoupage #growmyaccount