যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ ,আমি তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার কখনোই মনে করিনি, আমি যে কেমন! মানুষ কি বলবে,কি ভাববে,এই চিন্তা করেই তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়েই ফেলেছি !যে করেকটা মাস,বছর, দিন বেঁচে থাকার জন্য আছি!সে করেকটা দিন না হয় নিজের মত নিঃশ্বাস ফেলি!অনেক তো হল অন্যর জন্য বাঁচা,এবার না হয় নিজের জন্য বাঁচি!