ɪꜱᴛɪᴀᴋ ᴀʜᴍᴀᴅ :
একদিন তুমি বুঝবে, একদিন তুমি ঠিকই বুঝবে—সবাই ভালোবাসে, কিন্তু আমার মতো নয়। তারপর তোমার বুকে এক অজানা কষ্ট আসবে, কারণ তখন তুমি টের পাবে এই স্বার্থপর দুনিয়ায় কেউ একজন ছিল, যে নিঃস্বার্থভাবে শুধু তোমারই ছিল। তুমি ভাববে, কেউ একজন গভীর রাতে ঈশ্বরের কাছে নিঃশব্দে তোমার জন্য কাঁদত। কারো কাছে তুমি শুধু একজন মানুষ নও, ছিলে পুরো একটা জগত। কিন্তু আমি শিখে যাবো তোমাকে ছাড়া বাঁচতে,,😅🖤
তোমার বদলে আমি নিজেকেই বদলে ফেলব, আর প্রতিটি হৃদয় যেখানে তোমার নাম ধ্বনিত হতো, তা হয়ে যাবে নীরব, ঠাণ্ডা এক শহর।
তারপর তুমি পেছনে তাকাতে চাইবে, কিন্তু আমি তখন আর সেই পুরনো জায়গায় থাকব না। কারণ একবার কেউ মুখ ফিরিয়ে নিলে, তারা আর ফিরে তাকায় না,,😊💔
তখন তুমি সব সুখের মাঝখানে শুনতে পাবে, বুঝতে পারবে—আমার মতো ভালোবাসা আর কোথাও নেই। তখন তুমি ভাববে,
যে ভালোবাসাকে একসময় অবহেলা করেছিলে, সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি,,,_°=😅💔🖤
2025-06-20 05:11:51