md Fahim :
নেশা আর নারী — এই দুইটি জিনিসই যদি একজন পুরুষের জীবনে সীমাহীনভাবে প্রবেশ করে, তাহলে সেটা তার চরিত্র, মানসিক শান্তি, সম্মান, এমনকি জীবনকেও ধ্বংস করতে পারে।
নেশা তাকে দূরে ঠেলে দেয় পরিবার, বন্ধু, স্বপ্ন আর স্বাভাবিক জীবনের থেকে।
অন্যদিকে, নারীকে যদি সঠিকভাবে মূল্য না দেয়া হয় বা ভুল সম্পর্কে জড়িয়ে ফেলে, সেটাও এক ধরনের মানসিক নেশা হয়ে যায়, যা তার আত্মবিশ্বাস, সময়, এবং সমস্ত শক্তি শুষে নেয়।
এই দুইটার সঠিক ব্যবহার বা দূরে থাকা — দুটোই এক ধরনের বুদ্ধিমত্তার পরীক্ষা।
শেষমেশ, পুরুষকে নিজের সীমারেখা বুঝতে হয়, নাহলে জীবন তাকে শাস্তি দিতে ভুল করে না। 🌿💔
2025-07-13 07:53:32