md.imran :
যদি সত্যিই ভালোবাসো, তাহলে শুধু চেয়ে থাকলে হবে না, তোমার প্রিয় মানুষটাকে কেড়ে নিতে শিখো। পৃথিবী কারো জন্য থেমে থাকে না, সময় কাউকে অপেক্ষা করায় না। যে ভালোবাসা তুমি মন থেকে চাও, সেটা যদি অন্য কারো কাছে হারিয়ে যায়, তাহলে তুমি শুধু আফসোসই করতে পারবে, ফিরে পাবে না।
ভালোবাসা মানে সাহস, মানে লড়াই, মানে নিজের ভালোবাসার মানুষটিকে পৃথিবীর সবকিছুর ভিড়ে খুঁজে এনে, কষ্ট-সমস্যা-বাধার দেয়াল পেরিয়ে জিতে নেওয়া।
এই পৃথিবী কখনোই ন্যায়ের উপর চলে না, এখানে অনেক সময় অন্যায় জিতে যায়। তাই ভালোবাসলে শুধু চুপ করে চোখের কোণে জল রাখো না, হৃদয়ের গহীন থেকে আওয়াজ তুলে বলো: তুমি আমার, আর আমি তোমাকে কেড়ে নেব, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, যত্ন দিয়ে।"
তুমি যদি ভালোবাসো, তাহলে দাবি করতে শিখো, নিজের প্রাপ্য বুঝে নিতে শিখো। কারণ ভালোবাসা কখনোই দুর্বলদের জন্য নয়, এটা সাহসীদের গল্প।😌💙
2025-07-11 20:44:05