এই স্বার্থের দুনিয়ায় —
অর্থই যেন সব কিছু!
ভালোবাসা, সম্মান, সম্পর্ক —
সবই এখন টাকার ওজনেই মাপা হয়।
আদর্শ, নীতিবোধ, আবেগ —
এসব এখন গল্পের বইতে মানায়।
যার কাছে অর্থ আছে,
তারই কথা সব জায়গায় চলে।
এই বাস্তবতা কষ্ট দেয়,
তবুও এটাই সত্য —
এই স্বার্থের দুনিয়ায় অর্থই শেষ কথা।
2025-06-20 05:47:21
2
To see more videos from user @tamim_20_j, please go to the Tikwm
homepage.