F M Jahid :
কেনো জানি মনে হইতেছে যে একটা নিখোঁজ সংবাদ দেই..!
যে আমি আমারে খুইজা পাইতেছি না। এই দূর প্রবাসে আসার পর থাইকা কেনো জানি নিজের মধ্যে নিজেরে খুঁইজা পাইতেছি না, কেনো জানি মনে হইতেছে যে নিজেরে হারাই ফেলছি, প্রবাস জীবন টা কেমন যেনো একটা রোবোটিকস জীবন, একটা যান্ত্রিক জীবন, রাত থাকতে কাজে যাই আবার রাতে ফিরি বাসায়, খাই ঘুমাই, কখন যে সময় চলে যায় বুঝতে পারি না। আবার সকালে উঠা ডিউটিতে আসি, আমার ডিউটি শেষ কইরা রাত্রে যা-ই খাই ঘুমাই, এই প্রবাস জীবন এর ব্যাস্তার মাঝে নিজেরে খুইজা পাইলাম না। নিজেরে নিয়া একটু ভাবার সময় টুকুনও জাই না। পরিবারের চিন্তা, পরিবারের সবাইকে কি করে হাসি খুশী রাখবো সেই ভাবনায় মাথা ঠিক থাকে না। সারা মাস কাজের পরে বেতন পেয়ে আগে পরিবারের কাছে পাঠাতে হবে পরিবারকে সুখী করতে হব। এই টেনশন টা সব প্রবাসীর মাথায় গেঁথে গেছে। ভাই অনেক প্রবাসী আছে তার এক মাস চলতে যে পরিমান টাকা লাগবে খরচ তারচেয়ে অনেক কম রাখে যাতে তার পরিবার একটু ভালো থাকে।
অনেক সময় দেখা যায় তার পরেও পরিবারের মানুষের কাছ থেকে শুনতে হয় সে নাকি ঠিক মতো টাকা দেয় না।
একটা প্রবাসী বছরের পর বছর প্রবাসের মাটিতে কেনো পড়ে থাকে, যাতে করে তার পরিবার, বউ, বাচ্চা, ভালো থাকে এ জন্য। আমি সকল প্রবাসীর পরিবারকে বলি প্রবাসীর মাথা টেনশন দিয়েন না, তাদের মাথায় এমনি অনেক টেনশন থাকে।।
প্রবাস থেকে বলছি...! 🥺
2025-07-06 05:57:04