আমার না হওয়া মহারানী, তুমি সবসময় ভালো থাকবে মন খারাপ করবে না,আল্লাহর উপর ভরসা রাখবে একদিন সব মনের আশা পুরুন হবে তোমার তুমি কারো কাছে দামি না হলেও তুমি আমার কাছে মূল্যবান তোমাকে কখনো হারাতে চাই নি, আমি ভাগ্যের কাছে হেরে গেছি, কিন্তু তুমি চাইলে আমাদের ভালোবাসা পূর্ণতা পাইতো, যায় হোক তুমি সব সময় ভালো থাকো এই কামনা করি একটা কথা মাথায় রাখিও,সব সময় মনে রাখিও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো, দুর থেকে সব কিছুই সুন্দর লাগের,তুমি চাদের থেকেও কম না....!! 💔😓❤️🩹