গাফেল মানুষের বুঝ আসবে সেদিন, যেদিন ফেরেশতারা বলবে,"তোমরা কেন জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী পৌঁছানো হয়নি?কিসে তোমাদের রব সম্পর্কে গাফেল করে রেখেছিল?"। কিন্তু তখন খুব বেশি দেরি হয়ে যাবে।সময় থাকতেই ফিরে আসা উচিত ।
2025-07-06 09:50:18
4
Arfat Al-Ghareeb :
হাহা 😁 আংকেল ভালো আছেন জি জি , আলহামদুলিল্লাহ আমি হুজুরের কথার মতোন কখনো তাকায় না ভুলে গেলে চোখ সরিয়ে পেলি তবে আগে করতাম আললাহর রহমতে এসব এখন কেমন জানি লাগে গুনাহ থেকে বিরত থাকা আমার কাছে ভালো লাগে ❤️