কাজল কালো চোখের কোন এক লাবণ্যময় শ্যামবর্ণ চোখের মেয়ে আমাকে ধ্বংস করেছে, এক পাগল হওয়ার বাদল দিনে সে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, তার চোখে সৃষ্টির সেরা পুরুষ আমি তার কথা মনে হলে মনের মধ্যে ক্রমশ জমে ওঠে মেঘ, স্মৃতির বিদ্যুৎ, চমকে ওঠে ঝড় হওয়া, সেই কাজল চোখের মেয়ে আমার আত্মাহকে গুম করেছে । 😅😅