🍁👰Munira👰🍁 :
এক শ্রেণীর মানুষের কাছে মেসি কেবলই একজন ফুটবলার, আরেক শ্রেণীর মানুষের কাছে মেসি বিশাল এক আবেগ, আমি পরের শ্রেণীর মানুষ! মেসি আমার নির্ঘুম কিছু রাতের কারণ, মেসি আমার অ্যালার্মের শব্দে অনেকগুলো কাঁচা ঘুম ভাঙার কারণ, মেসি মাতামাতির কারণ! কখনো আবার বন্ধু মহলে সামান্য তর্কেরও কারণ! _পথের দূরত্ব দিয়ে মাপলে, হাজার হাজার মাইলে দূরে লোকটার বাস, তবে মনের দূরত্ব দেখতে গেলে- তাকে পাওয়া যাবে হৃদয়ে, যেখানে সে ছিলো, আছে, থাকবে- খুব যত্নে, অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতে, ভালো অথবা খারাপ সব সময়ে তার সাথে ছিলাম, আছি এবং থাকবো...... হয়তো তিনি যাওয়ার পর খুব কষ্ট পাবো কিন্তু কিছু করার নেই....! I wish আমি চাই তার যেন দ্বিতীয় পূর্ণর জন্ম হয়। তাকে পাবো না কিন্তু তার মতোত আরেক জনকে তো পাবো,,, হয়তো তার মতো তাকে ভালো বাসতে পারবো না কিন্তু ভালো বাসার চেষ্টা করব,,,, যখন ফুটবল খেলা বুঝি না তখন সে ছিল এখন বুঝি কিন্তু সে এখন আর থাকবে না,,, আমি তাকে কখনো হারাতে চাই নাই কিন্তু সেজে সবার মাঝে থেকে চলে যাবে সেটা জানতাম না,,,,এই ক্যাপশন টা লিখতে গিয়ে চোখ দিয়ে অঝোরে পানি চলে আসেছে,,,!😅😭
2025-06-26 09:56:28