@NAHID SULTANA:বিচারপতির কাছে আমি দেবো না বিচার এই জীবনে কেন তুমি হলে না আমার আমাকে আমি দেবো সাজা দেখবে তুমি দুই নয়নে তোমার বাড়ির ওই উঠানে সবাই মিলে আমায় যখন দেবে যায় না যা ময়নারে ও ময়না কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না আমার মনের ভালোবাসা তুমি কভু বুঝলা না আমি শুধু তোমায় খুজলাম তুমি আমায় খুজলা না পাঁচ ওয়াক্ত নক কোটি বার নাম জপেছি শুধু তোমার তোমার প্রেমের নামাজ আমার হয় নাই কভু কাই যা অনেক ভালোবাসা দিলাম তবু আপন হইলানা কিসের অভাব ছিল আমার আজও তুমি কইলানা সব হারাইয়া এই জীবনে জল জরাইয়া দুই নয়নে কফিলিন করে দিলাম 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘