❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
"প্রত্যাশার হতাশা দূর হোক,
যেখানে যার শান্তি মিলে সেখানেই তার ঠাঁই হোক..."
কখনও কখনও জীবন আমাদের এমন সব চাহিদার দিকে ঠেলে দেয়, যার পেছনে ছুটতে ছুটতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। প্রত্যাশা তৈরি হয় ভালোবাসা থেকে, আস্থা থেকে, কিন্তু প্রত্যেক প্রত্যাশাই যে পূরণ হবে—তা তো নয়। আর যখন প্রত্যাশা পূরণ না হয়, তখন তার থেকে জন্ম নেয় হতাশা। সেই হতাশা আমাদের ভেতরটাকে নিঃশেষ করে দেয়।
কিন্তু যদি আমরা বুঝতে পারি, প্রত্যাশার জায়গায় প্রয়োজন কিছুটা গ্রহণযোগ্যতা আর বাস্তবতার সম্মান—তাহলেই হয়তো একটু একটু করে প্রশান্তি খুঁজে পাওয়া যাবে।
জীবনের সত্যিকারের সৌন্দর্য হয়তো সেই জায়গাতেই যেখানে মন শান্তি পায়, যেখানে সম্পর্ক হয় নির্ভার, যেখানে ভালোবাসা হয় শর্তহীন। কেউ যদি খুঁজে পায় তার শান্তির জায়গা—সে হোক কোনো মানুষ, কোনো স্থান, কিংবা নিজের ভেতরেই—তবে সেখানেই যেন তার জায়গা হয়। কারণ আমরা সবাই তো শেষমেশ খুঁজি শুধু একটুখানি মানসিক শান্তি।
চলুন, আর কারো থেকে নয়, নিজের ভেতরের শান্তির খোঁজ করি। প্রত্যাশা কমিয়ে দিয়ে বাস্তবতাকে বুকে টেনে নিই। কারণ সত্যিকারের ঠাঁই সেইখানে, যেখানে হৃদয় বলে—"এই তো আমার জায়গা..." 💫
2025-06-27 08:45:21