@yourrabbibhai: একটা সময় কত সুন্দর করে বলতে আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া কেমন যেন শূন্য শূন্য লাগে। তোমার সাথে কিছুক্ষণের জন্য কথা না বললে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মরে যাবো তোমাকে না পেলে। তুমি কখনো আমাকে ছেড়ে যেওনা। তোমার কথায় মুগ্ধ হয়ে আমি তোমাকে ভালোবেসে ছিলাম। তোমার মায়ায় পরেছিলাম। আজ কোথায় গেলো তোমার সেই ভালোবাসা, আর কোথায় গেলে তুমি। তুমি বলেছিলে আমাকে কখনো ছেড়ে যেওনা, অথচ সেই তুমি নিজেই আমাকে ছেড়ে চলে গেলে বহু দূরে। রেখে গেলে হাজারো স্মৃতি। আর তোমার সেই স্মৃতি বহন করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত। তোমার কাছে আমার একটাই প্রশ্ন? তুমি যদি আমার নাই হবে তাহলে কেন এসেছিলে আমার জীবনে.!!😅💔 _ _ _ _ _ #unfrezzmyaccount #trending #viral #tiktokofficialbangladesh #foryou #plzviral🥺🥺🙏🙏foryoupage