❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
"লাল বেনারসী শাড়ি পড়ে যাবে আমায় ছাড়ি, আর কোনদিনও দেখবো না তোমাকে— এ কথা ভাবলেই বুকের ভিতরটা হাহাকার করে ওঠে...
তুমি চলে যাবে, হয়তো এক নতুন জীবনের শুরুতে, নতুন স্বপ্নে, নতুন কারও হাত ধরে। আর আমি? আমি থেকে যাবো এই পুরনো স্মৃতির আঁকড়ে ধরে— যেখানে তুমি ছিলে, আমি ছিলাম, আর ছিল আমাদের না বলা কত গল্প। লাল বেনারসী তোমার গায়ে থাকবে, কিন্তু আমার চোখে জল।
ভালোবাসা সব সময় একসাথে থাকার গল্প নয়, ভালোবাসা মানে তোমার হাসিটা দূর থেকেও দেখার তৃপ্তি, মানে প্রতিদিন তোমার নাম না নিয়েও মনে মনে হাজারবার ডাকা।
তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি রেখে দেবো আমার স্মৃতির ডায়েরির পাতায়, যত্ন করে, ভালোবেসে। যেন একদিন, অনেক বছর পরেও যখন বাতাসে তোমার গন্ধটা ভেসে আসবে, আমি আবার একটু ভালোবেসে নিঃশ্বাস নিতে পারি।
হয়তো এই শেষ দেখা, হয়তো আর কোনদিন চোখে চোখ পড়বে না— কিন্তু আমার হৃদয়ে তুমি থাকবেই।
সবশেষে শুধু এটুকুই বলি—
"ভুলে যেও না, কেউ এক সময় খুব নিঃশব্দে ভালোবেসেছিল তোমায়।" 💔🌹
2025-06-28 18:58:41