Nishat/Monira :
তুমি আমার সাথে যা করেছো তা কোনোদিনই ভুলতে পারবো না,তোমার প্রতিটি মিথ্যে কথা,মায়াবী হাসি, মধুর সপ্ন দেখানো সব মনে থাকবে,,যে কস্ট তুমি আমাকে দিয়েছো তা সারাজীবন বুকের মধ্যে গেথে থাকবে,, আমি কখনও ভাবিনি এভাবে ভেঙে দিবে আমায়,,তোমার একেকটা ব্যাবহারে বুঝে গেছি ভালোবাসার নামে প্রতারণা করা কাকে বলে,,তবু্ও আমার কোনো অভিশাপ নেই তোমার প্রতি আছে কেবল দোয়া,,আমি চাই না তুমিও আমার মতো করে কাদো আমি চাই তুমি সবসময় ভালো থাকো সুখে থেকো,, আমার সাথে যা হয়েছে তা যেনো আর কারো সাথে না হই,,কারণ আমি জানি সেই কস্টটা কতো কঠিন তোমাকে ঠকাতে পারিনি চাইও না তুমি ঠকো কারণ আমি তোমাকে সত্যি সত্যিই অনেক ভালোবাসি,, তোমার জন্য আমার ভালোবাসা আজও নিংশর্ত নিংসার্থ অটুট,, আমার সাথে যা হয়েছে তা হইতো আমাকে তিলে তিলে শেষ করে দেবে তবুও প্রিয় তোমার জন্য আমার দোয়া শেষ হবে না।।
2025-07-23 03:24:14