MD Jahid💜🖤🤗 :
!!..কাজল কালো চোখের কোনো এক লাবন্যময় শ্যামবর্ণে মেয়ে আমাকে ধ্বংস করেছে..!!😓 এক পাগল হাওয়ার বাদল দিনে সে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল..!!🥀 তার চোখে সৃষ্টির সেরা পুরুষ নাকি আমি..!!😅 তার কথা মনে হলে মনের মধ্যে ক্রমশ জমে ওঠে মেঘ, স্মৃতির বিদ্যুৎ, চমকে ওঠে ঝড়ও হাওয়া..!!🤕 সেই কাজল চোখের মেয়ে আমার আত্মাকে খুন করেছে..!!😔
প্রিয় মায়াবতী,,,,
আপনি তো জানতেন বিশ্বাস ভাঙ্গার কষ্ট! আপনি তো দেখেছেন চেনা মানুষ বদলে যাওয়ার ভয়ঙ্কর রূপ! আপনি তো সবকিছুই বুঝতেন, জানতেন, তবুও কেন যেনে বুঝে সে ভয়ংকর, বিদ্ধস্ত জীবন আমাকে দিলেন !
আপনি আপন হয়েও আপন হইলেন না! আগলে রাখার নাম করে গোপনে নিঃস্ব করলেন! ভালবাসি ভালবাসি বলেও ছলনা করলেন !
আপনি যদি একটুও চাইতেন তাহলে আমাদের সব হতো! আমাদের অনেকগুলো সুন্দর সকাল হতো, একটা প্রেম হতো, বাস্তব একটা নাম হতো আমাদের সম্পর্কের, ঘর হতো, সংসার হতো, সুন্দর একটা বয়স্ক কাল হতো , কিন্তু আপনি চাইলেন না তাই সব হয়েও আমাদের কিছু হলো না।
সুন্দর সকাল হলো না, প্রেম হলো না, সম্পর্কের কোনো নাম হলো না, ঘর হলো না, সংসার হলো না, বয়স্ক কাল হলো না! আপনি চাইলেন না বলেই সব হয়েও আজ আমাদের কিছু হলো না,,,,!!😅💔🥀
তোমাকে অন্য কারো সাথে দেখার পরও আমি তোমাকে নিয়ে কল্পনা করি তুমি অন্য কারো হয়ে গেছো তা জানা সর্থেও আমি তোমাকে ভালোবাসি দেখেছো কত বেহায়া আমি 😅💔
2025-06-29 16:57:35